×

আন্তর্জাতিক

ইরানি হ্যাকারদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ২৫ মার্চ ২০১৮, ০৯:০২ পিএম

ইরানি হ্যাকারদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
বিশ্বব্যাপী বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে সাইবার হামলার অভিযোগে ৯ ইরানি এবং একটি ইরানি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এসব ব্যক্তি ও কোম্পানির বিরুদ্ধে অভিযোগ, তারা যুক্তরাষ্ট্রসহ বিশ্বের আরো অনেক দেশের শত শত বিশ্ববিদ্যালয়, কোম্পানি, সরকারি সংস্থায় হ্যাকিং করে তথ্য চুরির চেষ্টা করেছে। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানিয়েছে, এ সাইবার হামলা শুরু ২০১৩ সাল থেকে। যুক্তরাষ্ট্রের ১৪৪টি ও ব্রিটেন, কানাডাসহ ২১টি দেশের ১৭৬টি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ব্যবস্থায় সাইবার হামলা হয়েছে। ইরানের মাবনা ইনস্টিটিউট প্রায় ৩১ টেরাবাইট তথ্য-উপাত্ত হাতিয়ে নিয়েছে এবং এতে ইরান সরকারের পক্ষ থেকে মদদ দেওয়া হয়েছে বলেও অভিযোগ যুক্তরাষ্ট্রের। ইরানের গবেষণা সংগঠনগুলোকে তথ্য চুরিতে সহায়তা করার অভিযোগে যুক্তরাষ্ট্রের অর্থন্ত্রণালয় মাবনা ইন্সটিটিউটসহ ৯ ইরানির ওপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App