×

বিনোদন

নায়ক যখন মুক্তিযোদ্ধা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ মার্চ ২০১৮, ০২:০৫ পিএম

নায়ক যখন মুক্তিযোদ্ধা
নায়ক যখন মুক্তিযোদ্ধা
নায়ক যখন মুক্তিযোদ্ধা
নায়ক যখন মুক্তিযোদ্ধা
নায়ক যখন মুক্তিযোদ্ধা
নায়ক যখন মুক্তিযোদ্ধা
২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস। রুপালি পর্দায়ও ওঠে এসেছে মুক্তিযুদ্ধের গৌরবগাথা। চিত্রনাট্যের প্রয়োজনে অস্ত্র হাতে তুলে নিয়ে মুক্তিযোদ্ধা সেজেছেন চিত্রনায়করা। সাম্প্রতিক চলচ্চিত্রে মুক্তিযোদ্ধার চরিত্রে রূপদানকারী এমনই কয়েকজনের কথা শুনবো এই আয়োজনে। লিখেছেন স্বাক্ষর শওকত
শাকিব খান ২শ’র বেশি ছবিতে অভিনয় করেছেন শাকিব খান। তালিকাজুড়ে কেবলই বাণিজ্যিক ছবি। নেই অনুদানের ছবি। নেই ভিন্নধর্মী ছবি। একবার সুযোগ এসেছিল মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয়ের। তবুও বাণিজ্যক ছবির মোড়কের ভেতরেই। সোহেল আরমান পরিচালিত প্রথম ছবি ‘এইতো প্রেম’ এ অস্ত্র হাতে পাকসেনাদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন কিং খান। তার প্রেমিকা চরিত্রে অভিনয় করেছিলেন বিন্দু। ওমর সানী মুশফিকুর রহমান গুলজার পরিচালিত ‘লাল সবুজের সুর’ ওমর সানীকে বানায় মুক্তিযোদ্ধা। দীর্ঘ ক্যারিয়ারে আক্ষেপ ছিল কখনো মুক্তিযোদ্ধার চরিত্র না পাওয়ার। সেই না পাওয়ার খেদ ঘুচিয়ে দেয় ‘লাল সবুজের সুর’। ছবিটি মুক্তি পেয়েছিল ২০১৬ সালে। কিন্তু খুব বেশি সিনেমা হলে ছবিটি মুক্তি পায়নি। একটি দুটি হলে চলেই শেষ হয়ে গিয়েছিল প্রদর্শনী। রিয়াজ চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘মেঘের পরে মেঘ’ ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেন রিয়াজ। মুক্তিযোদ্ধার চরিত্রে তার অভিনয় প্রশংসা পায়। রিয়াজের বিপরীতে অভিনয় করেছিলেন পূর্ণিমা। রাবেয়া খাতুনের গল্প থেকে ছবিটি তৈরি করেছিলেন চাষী নজরুল। ‘মেঘের পরে মেঘ’ মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয়ের ক্ষুধাই শুধু মেটায়নি রিয়াজের, তার ক্যারিয়ারেও একটি চমৎকার ছবি যোগ করে। ফেরদৌস সর্বাধিক ছবিতে মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয়ের রেকর্ড রয়েছে ফেরদৌসের। নব্বই দশকের অভিনেতাদের মধ্যে সবচেয়ে সৌভাগ্যবান তিনি। ‘গেরিলা’, ‘ধ্রæবতারা’ ইত্যাদি মুক্তিয্দ্ধুভিত্তিক ছবিতে অভিনয় করেছেন ফেরদৌস। সম্প্রতি দু- দুটো ছবিতে মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করেছেন তিনি। একটি দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত ‘৫২ থেকে ৭১’। আরেকটি আবির খান পরিচালিত ‘পোস্টমাস্টার ৭১’। সহশিল্পী ছিলেন নিপুণ। কাজী মারুফ পুরোপুরি মশলা ছবি ‘ওয়ান্টেড’। পরিচালনায় আজাদ খান। এ ছবিতে মুক্তিযোদ্ধার চরিত্রে দেখা গিয়েছিল কাজী মারুফকে। কিন্তু ছবিটির জন্য প্রশংসা জোটেনি মারুফের ভাগ্যে। ছবির বেখাপ্পা চিত্রনাট্য ও কুরুচিপূর্ণ গান-সংলাপ-দৃশ্যায়ন হয়েছিল সমালোচিত। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে তৈরি হলেও নাচ-গান-কৌতুকের আধিক্য ছবির ভাবগাম্ভীর্য নষ্ট করেছে। তাই কাজী মারুফ মুক্তিযোদ্ধার চরিত্র পেলেও তার সাধ পুরো মেটেনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App