×

জাতীয়

বাংলাদেশে কোনো উন্নয়ন হয়নি: খসরু

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ মার্চ ২০১৮, ০৭:৫৪ পিএম

বাংলাদেশে কোনো উন্নয়ন হয়নি: খসরু

বাংলাদেশ স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশ হিসেবে উন্নীত হওয়ায় আজ বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সরকার যে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে, এর সমালোচনা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

খসরু বলেছেন, ‘শুনেছেন কোনো দিন বাংলাদেশে এরকম উন্নয়নের মিছিল হয়। তাদের দুর্বলতা কোন জায়গায় গিয়ে ঠেকেছে যে, ক্ষমতায় টিকে থাকার জন্য আজকে উন্নয়নের মিছিল করতে হচ্ছে। দেশের মানুষ কি এতো বোকা হয়ে গেছে যে, আপনি উন্নয়নের মিছিল করে উন্নয়নের কথা বলবেন আর মানুষ সেটা গিলবে। উন্নয়নটা কার হয়েছে? উন্নয়ন তো তাদের হয়েছে, তাদের দলের হয়েছে। বাংলাদেশে কোনো উন্নয়ন হয়নি।’

আজ দুপুরে জাতীয় প্রেসক্লাবে জিয়া পরিষদের উদ্যোগে খালেদা জিয়ার মুক্তির দাবিতে এক আলোচনা সভায় আমীর খসরু মাহমুদ চৌধুরী এসব কথা বলেন।

স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘সরকারের উদ্দেশ্য হচ্ছে খালেদাকে কারাগারের রাখতে পারলে দেশের গণতন্ত্রকে বাইরে রাখতে পারবে। সরকার গোটা দেশের মানুষের মালিকানা জেলের মধ্যে নিয়ে গেছে। এই মালিকানা ফিরিয়ে আনতে হলে খালেদাকে মুক্ত করতে হবে।’

আমীর খসরু অভিযোগ করে বলেন, ‘নির্বাচনে বাংলাদেশের মানুষের যে পছন্দ, সেই পছন্দের অধিকারকে সরকার ভন্ডুল করে দিয়েছে। আজকে জনগনের কাছে এটা পরিস্কার হয়ে গেছে, তারা (ক্ষমতাসীন) জনগনের ওপর নির্ভরশীল নয়। জনগনের ওপর তাদের আস্থা নেই। তাদের নির্ভরশীলতা হচ্ছে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে, রাষ্ট্রীয় সন্ত্রাসকে ব্যবহার করে ক্ষমতায় থাকা।’

সড়ক-মহাসড়কের চিত্র তুলে ধরে সাবেক বানিজ্য মন্ত্রী বলেন, ‘রাস্তায় চলার কোনো সুযোগ আছে। বিদ্যুতের দাম সাত গুণ বেড়েছে। গ্যাসের দাম বেড়েছে চার গুণ। চালের দাম এখন ৭০ টাকা। সাধারণ মানুষের জীবন-যাত্রার মান কমে গেছে। তারা (সরকার) উন্নয়নের কথা বলছে। দ্রব্যমূল্যের সঙ্গে তুলনা করে মানুষের যে আয়ের প্রবৃদ্ধি হয়েছে সেই হিসেবে আমরা দেখছি। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা আগের চেয়ে কমে গেছে। এটা আমাদের কথা নয়, সরকারের প্রতিষ্ঠান বিবিএস’র প্রতিবেদন এটা বলছে।’

বিএনপির জ্যেষ্ঠ এই নেতা বলেন, ‘কর্মসংস্থান নাই, ব্যাংকের টাকার লুট করে নিয়ে যাচ্ছে কোনো বিচার নাই। বিদেশে লক্ষ-কোটি টাকা পাঁচার করছে, শেয়ার বাজার লুট করে নিয়ে যাচ্ছে কোনো বিচার নাই। এসব কী উন্নয়ন?’

দেশের এই সংকটজনক অবস্থা থেকে উত্তরণে গণতন্ত্র ফিরিয়ে আনতে আন্দোলনে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপির এই জ্যেষ্ঠ নেতা।

জিয়া পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কবির মুরাদের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম মহাসচিব আবদুল্লাহিল মাসুদের পরিচালনায় সভায় বক্তব্য দেন- বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক এসএম হাসান তালুকদার, জিয়া পরিষদের সহসভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস, অধ্যাপক মোহাম্মদ শফিকুল ইসলাম, মহাসচিব অধ্যাপক এমতাজ হোসেন, কেন্দ্রীয় নেতা অধ্যাপক হাসনাত আলী, অধ্যাপক মুজিবুর রহমান, অধ্যাপক আবুল কালাম আজাদ, ড. মোস্তফা কামাল পাশা, ড. মো. আখতারুজ্জামান প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App