×

তথ্যপ্রযুক্তি

অ্যাকাউন্ট ডিলিটেও ছায়া রয়ে যাবে ফেইসবুকে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ মার্চ ২০১৮, ০৩:৩২ পিএম

অ্যাকাউন্ট ডিলিটেও ছায়া রয়ে যাবে ফেইসবুকে
পাঁচ কোটি ব্যবহারকারীর ফেইসুবক ডেটা অপব্যবহারের ঘটনায় অনেকেই সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক ফেইসবুক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। হ্যাশটাগ দিয়ে ডিলিট ফেইসবুক লিখে ফেইসবুক বর্জনের ডাকও দিচ্ছেন অনেকে।এক বার অ্যাকাউন্ট ডিলিট করলে তা আর উদ্ধার করা যায় না ঠিকই। তবে ফেইসবুক থেকে অ্যাকাউন্ট মুছে ফেলা ব্যবহারকারীর ছায়া ঠিকই রয়ে যায় সোশ্যাল নেটওয়ার্কিং সাইটটিতে। যেমন অ্যাকাউন্ট ডিলিট করলেও সাইটটিতে ব্যবহারকারীর ছবি রয়ে যাবে। আর অ্যাকাউন্ট ডিলিট করা মানে ছবি বা স্ট্যাটাসগুলো মুছে ফেলা। এই ছবি বা স্ট্যাটাস আসলে গোপনীয় কিছু নয়। ফেইসবুকে আমরা কী কী নিয়ে অন্যের সঙ্গে কথা বলছি সেটাই বেশি গোপনীয়। তাই ফেইসবুক অ্যাকাউন্ট ডিলিট করার চেয়ে প্রাইভেসি সেটিংসে পরিবর্তন আনাটাই বেশি কার্যকর সমাধান। এমনটাই জানিয়েছেন, নিউইয়র্ক টাইমসের প্রযুক্তি বিষয়ক সাংবাদিক ব্রিয়ান এক্স. চ্যান।facebook-deleting-techshohor Symphony 2018 তবে কেউ যদি ভাবে কয়েকটি ক্লিকের মাধ্যমেই ফেইসবুক ডিলিট করে অনলাইনে ব্যক্তিগত তথ্য নিরাপদ রাখা যাবে তাহলে তা ভুল হবে। কারণ ফেইসবুক থেকে মুখ ফিরয়ে নিলেও কোনো ইন্টারনেট ব্যবহারকারীর তথ্যই অনলাইনে নিরাপদ নয়। কুকি যুক্ত ওয়েবসাইট ও বিজ্ঞাপন থেকেও ওয়েব ট্র্যাকাররা তথ্য চুরি করে থাকে।এছাড়াও, বিশ্বের সবচেয়ে বড় ম্যাসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ ও ফটো শেয়ারিং প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামও এখন ফেইসবুকেরই মালিকানাধীন কোম্পানি।হোয়াসট্যাপের বিকল্প অনেক অ্যাপ থাকলেও ফেইসবুক বা ইনস্টাগ্রামের কোনো বিকল্প নেই। এখন ইনস্টাগ্রামের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী খোদ ফেইসবুক। স্ন্যাপচ্যাটের জটিল ইন্টাফেইসই ইনস্টাগ্রামকে আটশ’ মিলিয়ন ব্যবহারকারী ধরে রাখতে সাহায্য করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App