×

তথ্যপ্রযুক্তি

ফেসবুক ডিলিট করার পরামর্শ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ মার্চ ২০১৮, ০৪:১২ পিএম

ফেসবুক ডিলিট করার পরামর্শ
ফেসবুক ডিলিট করার পরামর্শ দিয়েছেন হোয়াটসঅ্যাপের সহ-প্রতিষ্ঠাতা ব্রায়ান অ্যাক্টন। ফেসবুক তথ্য ফাঁস করে এমন অভিযোগে তুলে ফেসবুক ডিলিট করার পরামর্শ দিয়েছেন তিনি৷ অ্যাক্টন সম্প্রতি টুইটারে লিখেছেন, ‘সময় এসে গেছে৷ #ডিলিট ফেসবুক৷’ এদিকে কেমব্রিজ অ্যানালিটিশিয়া দাবি করছে ফেসবুক প্ল্যাটফর্মে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত নয়৷ এই উদ্বেগের কথা প্রকাশ্যে আসার পরই হোয়াটস অ্যাপের প্রতিষ্ঠাতা ব্রায়ান অ্যাক্টন এই পোস্টটি করেন৷ এই সংস্থাটি ফেসবুক ব্যবহারকারীদের প্রোফাইল খতিয়ে দেখে৷ তারপর এই সিদ্ধান্তের কথা শোনানো হয়৷ তবে ফেসবুকের তরফ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়৷ জানানো হয় সোশ্যাল সাইট ফেসবুক সম্পূর্ণ সুরক্ষিত৷ কোনও তথ্য কোনওভাবে এখান থেকে ফাঁস হয় না৷ কিন্তু তা সত্ত্বেও গত ৫ দিনে কোম্পানির শেয়ার ব্যাপক হারে পড়ে যায়৷ কেমব্রিজ অ্যানালিটিশিয়া ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচন ক্যাম্পেইনের সময় কাজ করেছিল৷ কেমব্রিজ অ্যানালিটিশিয়া মঙ্গলবার কোম্পানির চিফ এক্সিকিউটিভ অ্যালেকজান্ডার নিক্সকে সাসপেন্ড করে৷ ৫০ মিলিয়নের বেশি ফেসবুক ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য জালিয়াতির অভিযোগে তাকে সাসপেন্ড করা হয়৷

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App