×

জাতীয়

নেভাল একাডেমি বঙ্গবন্ধু কমপ্লেক্সের উদ্বোধন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ মার্চ ২০১৮, ০৩:১৫ পিএম

নেভাল একাডেমি বঙ্গবন্ধু কমপ্লেক্সের উদ্বোধন
দিনব্যাপী কর্মসূচিতে অংশ নিতে আজ বুধবার চট্টগ্রামে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলা পৌনে ১১টার দিকে হেলিকপ্টারযোগে চট্টগ্রাম পৌঁছে প্রধানমন্ত্রী নগরীর পতেঙ্গাস্থ বাংলাদেশ নেভাল একাডেমি বঙ্গবন্ধু কমপ্লেক্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিশেষ হেলিকপ্টার বেলা পৌনে ১১টার দিকে পতেঙ্গায় নৌবাহিনীর ঘাঁটি ইশা খাঁয় অবতরণ করে। এই সময় নৌ বাহিনীর প্রধানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। এরপর তিনি ঘাঁটির নিকটস্থ বাংলাদেশ নেভাল একাডেমি বঙ্গবন্ধু কমপ্লেক্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে নৌবাহিনীর বিভিন্ন যুদ্ধজাহাজ রক্ষণাবেক্ষণের প্রধান কেন্দ্র বিএন ডকইয়ার্ডকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড দেন। ২০১০ সালের ২৯ ডিসেম্বর চট্টগ্রাম নেভাল একাডেমি বঙ্গবন্ধু কমপ্লেক্স নির্মাণের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন প্রধানমন্ত্রী। নির্মাণ শেষে আনুষ্ঠানিকভাবে এটি উদ্বোধনও করলেন তিনি। আধুনিক কমপ্লেক্সটি ১৬টি পৃথক ভবন ও অবকাঠামোর সমন্বয়ে গঠিত। এতে একাডেমিক ভবন, ট্রেনিং উইং, ওয়ার্ডরুম, প্যারেড গ্রাউন্ড, সুইমিং পুল, বোট পুল ও বাসস্থানসহ অন্যান্য সুবিধা রয়েছে। আন্তর্জাতিকমানের প্রশিক্ষণ নিশ্চিত করতে এতে সংযুক্ত করা হয়েছে- সি-ম্যানশিপ, এন্টি সাবমেরিন, গানারি ও কমিউনিকেশন মডেল রুম, চার্ট রুম, সুপরিসর লাইব্রেরি, কম্পিউটার ও ল্যাংগুয়েজ ল্যাব এবং আধুনিক অডিটোরিয়াম। বিজ্ঞান ও কারিগরি প্রযুক্তিবিষয়ক প্রশিক্ষণের জন্য রয়েছে সাতটি বিভিন্ন ধরনের বিজ্ঞানাগার। নৌ বাহিনীর অনুষ্ঠান শেষ করে প্রধানমন্ত্রী চট্টগ্রাম সার্কিট হাউজ যান। সেখানে মধ্যহ্নভোজ শেষ করে বিকেলে চট্টগ্রামের পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দেবেন। এই জনসভায় চট্টগ্রাম বিভাগ থেকে তিন লাখ লোকের সমাগম হবে বলে আওয়ামী লীগ নেতারা আশাবাদ ব্যক্ত করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App