×

আন্তর্জাতিক

নেপালে আবারো বিমান দুর্ঘটনা, অল্পের জন্য ২৬ যাত্রীর প্রাণ রক্ষা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ মার্চ ২০১৮, ১১:২২ এএম

নেপালে আবারো বিমান দুর্ঘটনা, অল্পের জন্য ২৬ যাত্রীর প্রাণ রক্ষা
নেপালে একটি যাত্রীবাহী বিমান অল্পের জন্য আরেকটি দুর্ঘটনার কবল থেকে রেহাই পেয়েছে। ত্রিভুবন বিমানবন্দরের ঘটনার রেশ না কাটতে কাটতেই আবারো সামান্যের জন্য বেঁচে গেল নেপালের আরেকটি বিমান। রবিবার কাঠমাণ্ডু থেকে ২৬৫ কিলোমিটার পশ্চিমে সিদ্ধার্থনগর শহরে গৌতম বুদ্ধ বিমানবন্দরে ইয়েতি এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে। বিমানটিতে ২৬ জন যাত্রী ছিল। দুর্ঘটনায় যাত্রী বা ক্রু'দের কোনো ক্ষতি হয়নি বলে জানা গেছে। নেপালি গণমাধ্যম দি হিমালায়া এবং মাই রিপাবলিকা এ তথ্য নিশ্চিত করেছে। বিমানটি রানওয়েতে অবতরণের সময় ল্যান্ডিং গিয়ার আটকে যায়। পরে অবশ্য কোনো ধরনের ক্ষয়-ক্ষতি ছাড়াই বিমানটি অবতরণ করতে সক্ষম হয়। বিমানটি কাঠমাণ্ডু থেকে স্থানীয় সময় বিকাল ৪টা ৪০ মিনিটে রওয়ানা হয় এবং ৫টা ১০ মিনিটে অবতরণ করে। দুর্ঘটনার পর বুদ্ধ এয়ার ও শ্রী এয়ারলাইনের সব বিমান উড্ডয়ন আধা ঘণ্টার জন্য বন্ধ করে দেয়া হয়। গত সোমবার নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলার বিমান দুর্ঘটনায় ৫১ জন নিহত হন। তাদের মধ্যে ২৬ জন বাংলাদেশি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App