×

আন্তর্জাতিক

সিডনিতে সু চির ভাষণ বাতিল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ মার্চ ২০১৮, ০৪:০৫ পিএম

সিডনিতে সু চির ভাষণ বাতিল
দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানের বিশেষ সম্মেলণে মিয়ানমারের ডি-ফ্যাক্টো নেত্রী অং সান সু চি তার নির্ধারিত ভাষণ বাতিল করেছেন। মঙ্গলবার সিডনিতে তার এ ভাষ’ দেয়ার কথা ছিল। শনিবার অস্ট্রেলিয়া পৌঁছালেও এখনো তিনি প্রকাশ্যে কোনো কথা বলেননি। এমনকি মুখোমুখি হননি কোনো সংবাদ মাধ্যমেরও। তবে মঙ্গলবার ভাষণ দেয়াকালে সংবাদমাধ্যমের মুখোমুখি হওয়ার কথা ছিল তার। ভাষণ বাতিলে সু চি অসুস্থতার দোহাই দিয়েছেন বলে জানিয়েছে অস্ট্রেলীয় সংবাদ মাধ্যম এবিসি নিউজ। রোহিঙ্গাদের ওপর জাতিগত নিধনযজ্ঞের নিন্দা ও সমালেচনার মুখে রয়েছেন মিয়ানমার সরকারের কার্যত প্রধান অং সান সু চি। আসিয়ান সম্মেলণে যোগ দিতে শনিবার তিনি অস্ট্রেলিয়া পৌঁছান। তার এ সফরকালে অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে বিক্ষোভ হয়েছে। এমনকি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পাঁচ অস্ট্রেলীয় আইনজীবি সু চির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে মামলার আবেদনও করেছেন। এবিসি নিউজ বলছে, সিডনির লোয়ে ইনস্টিটিউট আয়োজিত সু চির একমাত্র প্রকাশ্য ভাষণ নিয়ে সব মহলেরই আগ্রহ ছিল। অস্ট্রেলিয়া সফরে রোহিঙ্গা সংকট নিয়ে বেশ বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে তাকে। অনুষ্ঠানটিতে ভাষণের পাশপাশি উপস্থিত দর্শকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেয়ারও কথা ছিল মিয়ানমারের নেত্রীর। কিন্তু মঙ্গলবার মিয়ানমার দূতাবাস লোয়ে ইনস্টিটিউটকে জানায়, সুস্থবোধ না করায় অনুষ্ঠানটিতে অংশ নিতে পারছেন না তাদের রাষ্ট্রীয় উপদেষ্টা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App