×

অর্থনীতি

পুঁজি বাজারে সূচকের পতন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ মার্চ ২০১৮, ০৪:২৯ পিএম

পুঁজি বাজারে সূচকের পতন
সূচক পতনের মধ্য দিয়ে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবারে (১৯ মার্চ) দেশের পুঁজিবাজারের লেনদেন সম্পর্ন হয়েছে। দিনভর সূচক পতন শেষে এদিন প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক কমেছে ৫৭ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ১১২ পয়েন্ট। এদিন সূচকের পাশাপাশি কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম। তবে ডিএসইতে লেনদেন বেড়েছে। এর ফলে টানা তিন কার্যদিবস উত্থানের পর সোমবার সূচক কমলো। এদিন ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠানসহ বেশির ভাগ খাতের শেয়ারের দাম কমায় দরপতন হয়েছে। তবে সংশ্লিষ্টরা এই অবস্থানকে দরপতন নয়, মূল্য সংশোধন বলছেন। কারণ পরপর তিনদিন উত্থানের পর শেয়ার বিক্রির চাপে সোমবার দরপতন হয়েছে। ডিএসইর তথ্য মতে, সোমবার বাজারে ১৫ কোটি ৪১ লাখ ৬৭ হাজার ৩৭৩টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন হয়েছে ৫১২ কোটি ৪১ লাখ ৭৩ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ২৭৫ কোটি ৩৭ হাজার টাকা। তার আগের কার্যদিবস লেনদেন হয়েছিলো ৩৩৮ কোটি ৫৯ লাখ ৪ হাজার টাকার। ডিএসই’র তিন সূচকের মধ্যে ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৫৭ দশমিক ৯৩ পয়েন্ট কমে ৫ হাজার ৬৬৩ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০ মূল্যসূচক ১৩ দশমিক ৫০ পয়েন্ট কমে ২ হাজার ১০৫ পয়েন্টে এবং শরিয়াহ্ সূচক ১২ দশমিক ১২ পয়েন্ট কমে ১ হাজার ৩৩৭ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৫০টির, কমেছে ২৫৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির। অন্যদিকে সিএসইতে সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ১১২ দশমিক ৮১ পয়েন্ট কমে ১০ হাজার ৫৫০ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১২ কোটি ৩২ লাখ ৪১ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ২০ কোটি ৭১ লাখ টাকা। তার আগের দিন লেনদেন হয়েছিলো ২০ কোটি ৪২ লাখ টাকা। লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৩৪টির, কমেছে ১৭৬টির, আর অপরিবর্তিত রয়েছে ১৯টি কোম্পানির শেয়ারের দাম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App