×

বিনোদন

রণবীর সিং তার সাফল্যের পুরো কৃতিত্ব দিলেন রণবীর কাপুরকে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ মার্চ ২০১৮, ১১:৩২ এএম

রণবীর সিং তার সাফল্যের পুরো কৃতিত্ব দিলেন রণবীর কাপুরকে
রণবীর সিং তার সাফল্যের পুরো কৃতিত্ব দিলেন রণবীর কাপুরকে
রণবীর সিং তার সাফল্যের পুরো কৃতিত্ব দিলেন রণবীর কাপুরকে
অল্প বয়সেই সাফল্য পেয়েছেন এমন বলিউড তারকাদের মধ্যে তিনিই অন্যতম। তবুও সেটা মানতেই চান না রণবীর সিং। বিশেষ করে 'পদ্মাবত'-এর সাফল্য, আলাউদ্দিন খলজি রূপে তার অভিনয়, তাকে অভিনেতা হিসাবে বিশেষ উচ্চতায় পৌঁছে দিয়েছে। তবে এই সাফল্যের পরও বলিউডে প্রতিষ্ঠিত হওয়ার কৃতিত্ব নিজে নিতে চান না রণবীর সিং। তিনি এই কৃতিত্ব কাকে দিলেন জানেন? প্রেমিকা দীপিকা পাড়ুকোনের পুরনো প্রেমিক রণবীর কাপুরকে। এ সংক্রান্ত একটি খবর প্রকাশ করেছে ভারতের জিনিউজ পত্রিকা। অবাক হচ্ছেন? তবে একথা সত্যি। রণবীর সিংয়ের কথায় রণবীর কাপুরের জন্যই তিনি বলিউডে ক্যারিয়ার শুরু করতে পেরেছিলেন। প্রসঙ্গত, রণবীর বলিউডে ডেবিউ (অভিষেক) করেছিলেন ২০১০-এ 'যশ রাজ ফিল্মস'-এর 'ব্যান্ড বাজা বারাত' ছবির মাধ্যমে। রণবীর সিংয়ের কথায়, তার আগে তিনি গত তিন বছর ধরে স্ট্রাগল করছিলেন, কাজ পাননি। হাতে পোর্টফোলিও নিয়ে ঘুরে বেরিয়েছেন। লাভের লাভ হয়নি। তারপর হঠাৎই 'যশ রাজ ফিল্মস'-এর 'ব্যান্ড বাজা বারাত'এ কাজ করার সুযোগ পান। তবে এই ছবির জন্য প্রথমে অভিনয়ের প্রস্তাব রণবীর কাপুরের কাছে গিয়েছিল। তবে রণবীর কাপুর সেই প্রস্তাব ফিরিয়ে দেন। আর এরপরই এই ছবির জন্য নতুন মুখ খুঁজছিলেন আদিত্য চোপড়া। আর সেই সুযোগ হাতে আসে রণবীর সিংয়ের। তাই রণবীর সিংয়ের কথায়, রণবীর কাপুর প্রস্তাব না ফেরালে এই সুযোগ তার কাছে আসত না। সম্প্রতি এক সাক্ষাৎকারে একথা জানিয়েছেন 'পদ্মাবত' অভিনেতা। রণবীর আরও জানান, তার মেন্টর (পরামর্শক) আদিত্য চোপড়া তাকে সে সময় বলেছিলেন যে, তিনি তথাকথিত সুন্দর তরুণ নন, তাই সেই ফাঁকটা তাকে ভালো অভিনয় দিয়েই পূরণ করতে হবে। তাকে সরাসরি কুৎসিত না বলে এইভাবেই তাকে বুঝিয়েছিলেন 'যশ রাজ ফিল্মস'-এর প্রধান আদিত্য চোপড়া। রণবীর সিংয়ের কথায় তার উপর আদিত্য চোপড়া ভরসা রাখার জন্যই তিনি এই জায়গায় পৌঁছাতে পেরেছিলেন। রণবীর জানান, যদিও সেসময় অনেকেই গুজব ছড়িয়েছিলেন তার বাবা তাকে অভিনয়ে আনার জন্য টাকা ঢেলেছিলেন, তবে সেকথা পুরোটাই মিথ্যা। তিনি আর আনুশকা শর্মা দুজনেই অডিশনের মাধ্যমেই ফিল্মে কাজ করার সুযোগ পান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App