×

জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ধর্ষনের অপরাধে একজনের যাবজ্জীবন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ মার্চ ২০১৮, ০৪:১০ পিএম

চাঁপাইনবাবগঞ্জে ধর্ষনের অপরাধে একজনের যাবজ্জীবন
দৃষ্টি প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণের মামলায় চাঁপাইনবাবগঞ্জে কামরুল ইসলাম ওরফে ক্যাইমা চোর নামের একজনের যাবজ্জীবন ও ১ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও তিন বছর বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। রবিবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্যাইবুনাল-২ এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক মো. জিয়াউর রহমান আসামির উপস্থিতিতে এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত কামরুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার রেহাইচর টিকরামপুর মহল্লার মো. মোজাহারের ছেলে। মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ৩ আগস্ট চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার রেহাইচর টিকরামপুর মহল্লার এক প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণের অভিযোগে কামরুলের বিরুদ্ধে মামলা হয়। চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় আব্দুর রাজ্জাক বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পরে, ২০১৫ সালের ২৮ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও উপপরিদর্শক আতাউর রহমান। সাক্ষ্য প্রমাণ শেষে রবিবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক মো. জিয়াউর রহমান এ রায় দেন। সরকারি পক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি আঞ্জুমান আরা এবং আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট মাহবুব আলম জুয়েল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App