×

জাতীয়

রাজধানীতে ডাকাত-পুলিশ গুলি বিনিময়, গুলিবিদ্ধ ১

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ মার্চ ২০১৮, ১১:১৬ এএম

রাজধানীতে ডাকাত-পুলিশ গুলি বিনিময়, গুলিবিদ্ধ ১
রাজধানীতে ডাকাত-পুলিশ গুলি বিনিময়, গুলিবিদ্ধ ১
রাজধানীতে ডাকাত ও পুলিশের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশের গুলিতে আবদুর রশিদ (৪০) নামে এক ডাকাত সদস্য গুলিবিদ্ধ ও দুই পুলিশ আহত হয়েছেন। আজ শনিবার ভোরের দিকে কদমতলী ওয়াসা পুকুর এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ডাকাত সদস্যকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় ওয়াসা এলাকায় ১২ থেকে ১৫ সদস্যের একটি ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। ওই সময় পুলিশ ঘটনাস্থলে গেলে ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে গুলি করে এবং ককটেল ছুড়ে মারে। এসময় পুলিশও পাল্টা গুলি চালালে ডাকাত সদস্য রশিদ গুলিবিদ্ধ হয়। তিনি আরো বলেন, অভিযান চলাকালে দুই পুলিশ ও এক আনসার সদস্য আহত হয়েছেন। তাদের রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার পরপরই রশিদসহ দুই ডাকাতকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে ১০টি তাজা ককটেল ও চাপাতি উদ্ধার করা হয়। গুলিবিদ্ধ রশিদ ডাকাতির মামলাসহ একাধিক মামলার পলাতক আসামি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App