×

আন্তর্জাতিক

অস্ট্রেলিয়ার আদালতে সু চির বিরুদ্ধে অভিযোগ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ মার্চ ২০১৮, ০৩:৫০ পিএম

অস্ট্রেলিয়ার আদালতে সু চির বিরুদ্ধে অভিযোগ
মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা নিধনে অং সাং সু চিকে দায়ী করে তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে অস্ট্রেলিয়ার একটি আদালতে বিচারের আবেদন করেছেন দেশটির কয়েকজন আইনজীবী। গতকাল শুক্রবার মেলবোর্নের একটি ম্যাজিস্ট্রেট আদালতে করা এই আবেদনে তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। ওই আইনজীবীরা এক বিবৃতিতে বলেছেন, রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপরাধ চালিয়ে যাচ্ছে মিয়ানমারের সেনারা। সুচি তার কর্তৃত্ব প্রয়োগে ব্যর্থ হয়েছেন, রোহিঙ্গাদেরকে ঘরবাড়ি থেকে উচ্ছেদে সেনাবাহিনীর অভিযানকে যা অনুমোদনই বন্ধে কর্তৃত্ব প্রয়োগে ব্যর্থতার নামে, সুচি আসলে তা অনুমোদনই করে আসছেন। তবে অস্ট্রেলিয়ার প্রচলিত আইন অনুযায়ী, সরাসরি কোন বিদেশী নাগরিকের বিরুদ্ধে মামলা করা যায় না এরজন্য দেশটির অ্যাটর্নি জেনারেলের অনুমতি নিতে হয়। সুচির বিচারের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য বলে জানানো হয়েছে। চলতি সপ্তাহে অস্ট্রেলিয়ার বিশেষ শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে মিয়ানমার নেত্রী অং সাং সুচির।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App