×

জাতীয়

নোয়াখালীতে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জলদস্যু নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ মার্চ ২০১৮, ১১:৩১ এএম

নোয়াখালীতে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জলদস্যু নিহত
র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ইব্রাহিম মাঝি (৪৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার ভোরে উপজেলার চরএলাহী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের চর আমজাদে এ বন্দুকযুদ্ধ হয়। ইব্রাহিম মাঝি চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার উড়িরচর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মৃত সিরাজুল হকের ছেলে। তিনি একই ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন। র‍্যাবের দাবি, ইব্রাহিম জলদস্যু সম্রাট বাহিনীর প্রধান ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২০১৪, ২০১৫ ও ২০১৭ সালের তালিকাভুক্ত শীর্ষ জলদস্যু। এ সময় ঘটনাস্থল থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে। র‍্যাব-৭ এর কোম্পানি কমান্ডার এএসপি মিজানুর রহমান জানান, চর আমজাদে ইব্রাহিমের নেতৃত্বে ডাকাতির প্রস্তুতি নেয়া হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে নদীপথে র‍্যাব অভিযানে যায়। উপস্থিতি টের পেয়ে ডাকাতেরা র‍্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়ে। র‍্যাবও পাল্টা গুলি চালালে ডাকাতেরা পিছু হটে। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ ইব্রাহিমকে উদ্ধার করে কোম্পানিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। কোম্পানীগঞ্জ থানার ওসি আসাদুজ্জামান জানান, র‍্যাবের খবর পেয়ে ঘটনাস্থল থেকে ইব্রাহিম মাঝির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ইব্রাহিমের বিরুদ্ধে হত্যা ও ডাকাতির বিভিন্ন অভিযোগে থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App