×

খেলা

নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করলেন রাবাদা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ মার্চ ২০১৮, ০৩:২৯ পিএম

নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করলেন রাবাদা
অজি অধিনায়ক স্মিথকে ধাক্কার ঘটনায় দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা প্রোটিয়া পেসার কিগাসো রাবাদাকে। তবে নিষেধাজ্ঞার বিরুদ্ধে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে আপিল করেছে দক্ষিণ আফ্রিকার এই বোলার। আইসিসির এক মুখপাত্র বিষয়টি নিশ্চিত করে বলেন,‘ দক্ষিণ আফ্রিকা পেসার রাবাদা দুই ম্যাচের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করেছেন। দ্রুত একটি তদন্ত কমিশনার নিয়োগ দিয়ে আমরা পুরো ঘটনাটি তার কাছ থেকে শুনব।’ আগামী ২২ মার্চ কেপটাউনে শুরু হবে দুই দলের তৃতীয় টেস্ট। এদিকে শুক্রবারের মধ্যেই তদন্ত কমিশনার নিয়োগ করে সাতদিনের মধ্যে রাবাদার বক্তব্য নিবে আইসিস। আর তদন্ত কমিশনার অনুমতি না দিলে তৃতীয় টেস্ট মিস করবেন রাবাদা। এর আগে শাস্তির কথা শোনার পর রাবাদা বলেছিলেন, ‘আমি দলের ক্ষতি করছি, নিজেরও ক্ষতি করছি। এসব থামাতেই হবে। আমি বারবার নিজের দলকে ডুবিয়ে দিতে চাই না।’ তবে ম্যাচ রেফারি জেফ ক্রো’র নিষেধাজ্ঞার সিদ্ধান্তকে মেনে নিতে পারছিলেন না সাউথ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু’প্লেসিও। ওয়ার্নার-ডি ককের বিষয় টেনে এনে এই অধিনায়ক প্রশ্ন তুলেছেন, ডেভিড ওয়ার্নার যদি কুইনটিন ডি’ককের সঙ্গে ঝামেলা করে শাস্তি এড়িয়ে যেতে পারেন, তা হলে রাবাদাকে কেন দোষী সাব্যস্ত করা হল?’ উল্লেখ্য, পোর্ট এলিজাবেথ টেস্টের প্রথম দিনে দুর্দান্ত গতি আর সুইংয়ে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের নাকাল করেছেন রাবাদা। দুই ইনিংসে নেন ১১ উইকেট। এর মধ্যে ছিল অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথের উইকেটটিও। ঝামেলাটা বেঁধেছে স্মিথের উইকেট নেয়ার পর উদযাপন করতে গিয়েই। এলবিডব্লিউয়ের আবেদনে আম্পায়ার কুমার ধর্মসেনা আঙুল তোলার পরই স্মিথের দিকে তাকিয়ে জোরে চিৎকার করে 'ইয়েস, ইয়েস' বলতে থাকেন রাবাদা। এই সময় স্মিথ দৌঁড়ের মধ্যে ছিলেন, রাবাদার কাঁধে জোড়ে ধাক্কা লাগে তার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App