×

আন্তর্জাতিক

ঘৌতায় রাসায়নিক অস্ত্র কারখানার সন্ধান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ মার্চ ২০১৮, ০১:৪৮ পিএম

ঘৌতায় রাসায়নিক অস্ত্র কারখানার সন্ধান
সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে বিদ্রোহী-নিয়ন্ত্রিত পূর্ব ঘৌতায় রাসায়নিক অস্ত্র তৈরি কারাখানার সন্ধান পেয়েছে দেশটির সেনাবাহিনী। পূর্ব ঘৌতায় সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযানে সদ্য মুক্ত এলাকা থেকে সিরিয় বাহিনী রাসায়নিক অস্ত্র তৈরির কারখানাটি খুঁজে পেয়েছে। সিরিয়ার এক সেনা কর্মকর্তার বরাত দিয়ে সানা জানিয়েছে, দুইতলা একটি ভবনে সন্ত্রাসীরা রাসায়নিক অস্ত্র তৈরির কারখানা প্রতিষ্ঠা করেছিল। সেখানে সৌদি আরব থেকে আসা রাসায়নিক উপাদান ব্যবহার করা হচ্ছিল। ওই কারখানা থেকে বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। ওই কর্মকর্তা আরও জানান, তাকফিরি সন্ত্রাসীদের কিছু লোগো, বই-পুস্তক, নানা ধরনের বিস্ফোরক, প্রাণঘাতী অস্ত্র তৈরির উপকরণ এবং ভয়াবহ ক্লোরিন উদ্ধার করা হয়েছে। ভবনটিতে উঁচ্চ মাত্রার প্রযুক্তি ও সরঞ্জাম পাওয়া গেছে। ২০১৩ সাল থেকে এসব এলাকার নিয়ন্ত্রণ নেয় বিদ্রোহীরা। এদিকে, গোলযোগপূর্ণ পূর্ব গৌতা থেকে সন্ত্রাসীরা সিরিয়ার রাজধানী দামেস্কের বেসামরিক ব্যক্তিদের ওপর ভয়াবহ মর্টার হামলা চালানোর পরিপ্রেক্ষিতে দেশটির সেনাবাহিনী এখন সেখানে অভিযান চালাচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App