×

জাতীয়

মিরপুরে বস্তির আগুন নিয়ন্ত্রণে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ মার্চ ২০১৮, ১০:৩৫ এএম

মিরপুরে বস্তির আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর মিরপুর ১২ নম্বরে ইলিয়াস আলী মোল্লা বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে আগুনে বস্তির কয়েক হাজার ঘর পুড়ে গেছে বলে জানা গেছে। সোমবার ভোর ৪টার দিকে এই বস্তিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ২১টি ইউনিটের চেষ্টায় সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিফিল ডিফেন্স অধিদফতরের দায়িত্বরত কর্মকর্তা মাহফুজুর রহমান বলেন, সোমবার সকাল ৭টা ২২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। আগুনের লেলিহান শিখায় একজন নারী আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। এই বস্তিটিতে প্রায় ২৫ হাজার মানুষ বাস করেন। সেখানে ৭-৮ হাজার ঘর রয়েছে। এর আগে, সোমবার ভোর ৪টার দিকে এই বস্তিতে আগুন লাগে। আগুন লাগার পর তা খুব দ্রুত ছড়িয়ে পড়ে। বস্তিতে ঢোকার রাস্তাগুলো সংকীর্ণ হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছাতে বিলম্ব হয়। ভোরে আগুন লাগার খবর পেয়ে প্রথমে ১৩টি ইউনিট কাজ শুরু করে। পরে ইউনিট সংখ্যা আরও বাড়ানো হয়। ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে বস্তির লোকজনও আগুন নেভাতে সহায়তা করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App