×

খেলা

হংকংগামী বাংলাদেশ মহিলা দলের পৃষ্ঠপোষক ওয়ালটন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ মার্চ ২০১৮, ০৪:২৪ পিএম

হংকংগামী বাংলাদেশ মহিলা দলের পৃষ্ঠপোষক ওয়ালটন
২০১৭ সালটি বাংলাদেশের মহিলা ফুটবলের জন্য ছিল সাফল্যে মোড়ানো। ভারতের মতো শক্তিশালী দলকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৫ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে বাংলাদেশ। ২০১৮ সালেও বেশ কয়েকটি আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিবে বাংলাদেশের নারী ফুটবল দল। তার শুরুটা হচ্ছে চলতি মাসে। হংকংয়ে অনুষ্ঠিত হতে যাওয়া চারজাতি অনূর্ধ্ব-১৫ ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে ২৮ তারিখ ঢাকা ত্যাগ করবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দল। হংকংগামী বাংলাদেশ দলের পৃষ্ঠপোষকতায় রয়েছে ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন। এ বিষয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদস্য, মহিলা কমিটির চেয়ারম্যান এবং ফিফার নির্বাচিত সদস্য মিস মাহফুজা আক্তার কিরণ বলেন, ‘চারজাতি ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে আমরা হংকং যাচ্ছি। আয়োজকরা থাকা-খাওয়া ও অন্যান্য সুযোগ সুবিধা দিবে। বিমানভাড়া আমাদের। এই সফরে আমাদের টিমের স্পন্সর হিসেবে আছে ওয়ালটন গ্রুপ। থ্যাঙ্কস টু ওয়ালটন। তারা আমাদের সঙ্গে সব সময়ই থাকছে। এর আগেও ছিল। তারা ফুটবলের ভালো বন্ধু ও শুভাকাঙ্খী।’ পৃষ্ঠপোষক হওয়ার বিষয়ে ওয়ালটন গ্রুপের অপারেটিভ ডিরেক্টর (গেমস এন্ড স্পোর্টস) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) বলেন, ‘আমরা ফুটবল ফেডারেশনের সঙ্গে নিয়মিতভাবে কাজ করার চেষ্টা করছি। নিয়মিত সম্পৃক্ত হচ্ছি। বিশেষ করে নারী ফুটবলের সঙ্গে। এর আগে আমরা সাফে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের পৃষ্ঠপোষকতায় ছিলাম। বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ জাতীয় নারী ফুটবল দলের জাপান, থাইল্যান্ড, সিঙ্গাপুর ও চীন সফরে তাদের পৃষ্ঠপোষকতায় ছিলাম। তারই ধারাবাহিকতায় হংকং সফরেও তাদের সঙ্গে আমরা সম্পৃক্ত হতে যাচ্ছি। আশা করব হংকংয়েও মেয়েরা তাদের সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখবে।’ ৩০ মার্চ থেকে ১ এপ্রিল হংকংয়ের জকি ক্লাব হাউসে মহিলা ফুটবলের অনূর্ধ্ব-১৫ দলের এই টুর্নামেন্ট হবে। হংকং ছাড়াও এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে ইরান, চায়নিজ তাইপে ও বাংলাদেশ। এই টুর্নামেন্টে অংশ নিতে বাংলাদেশ দল ঢাকা ছাড়বে আগামী ২৮ মার্চ। এর আগে ইরান ও চাইনিজ তাইপেকে হারানোর অভিজ্ঞতা আছে বাংলাদেশের। তাতে এই টুর্নামেন্টে বাংলাদেশকে ফেভারিট ভাবা যায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App