×

খেলা

এবারও ডি ভিলিয়ার্সকে আউট করতে পারলেন না বোলাররা

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ১১ মার্চ ২০১৮, ০৬:৪৯ পিএম

এবারও ডি ভিলিয়ার্সকে আউট করতে পারলেন না বোলাররা
তিন বছরের বেশি সময় পর টেস্টে সেঞ্চুরির স্বাদ পেলেন এবি ডি ভিলিয়ার্স। দীর্ঘ সময় পর সেঞ্চুরি পেলেও এবারের সেঞ্চুরিটি আগের ২১টি থেকে এগিয়ে থাকবে। কারণ সেঞ্চুরিটি ছিল ওয়ান ম্যান শো। পোর্ট এলিজাবেথে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে সেঞ্চুরির দেখা পান ডি ভিলিয়ার্স। ৭৪ রানে দিন শুরু করেন ডি ভিলিয়ার্স। দিনের প্রথম ঘন্টায় তিন অঙ্ক ছুঁয়ে ফেলেন ডানহাতি ব্যাটসম্যান। তার ব্যাটে ভর করে তৃতীয় দিনে শেষ ৩ উইকেট হাতে রেখে ১১৯ রান যোগ করে দক্ষিণ আফ্রিকা। সব মিলিয়ে প্রোটিয়ারা তুলে ৩৮২ রান। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া করেছিল ২৪৩ রান। ১৪৬ বলে ১২৬ রানে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ডিভিলিয়ার্স। তাকে এবারও আউট করতে পারেনি অস্ট্রেলিয়ার বোলাররা। প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৭১ রানে নট আউট ছিলেন। দ্বিতীয় ইনিংসে হয়েছিলেন রান আউট। এবারও বোলারদের কাছে মাথা নত করেনি প্রোটিয়া সেরা ব্যাটসম্যান। সিরিজে এখন পর্যন্ত করেছেন ১৯৭ রান। বোলাররা তাকে আউট করতে পারেনি একবারও। কেপ টাউনে ২০১৫ সালের জানুয়ারিতে শেষ ১৪৮ রান করেছিলেন ডি ভিলিয়ার্স। এরপর ২৩ ইনিংস খেললেও সেঞ্চুরি পাননি একটিও। সর্বোচ্চ ৮৫ রান করেছিলেন ভারতের বিপক্ষে বেঙ্গালুরুতে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App