×

খেলা

ইনজেকশন নিয়ে আজই ফিরছেন সাকিব

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ মার্চ ২০১৮, ০৪:০৫ পিএম

ইনজেকশন নিয়ে আজই ফিরছেন সাকিব
উন্নত চিকিৎসার জন্য অস্ট্রেলিয়ায় পাঠানো হয়েছে দেশ সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। চিকিৎসা শেষ করে রবিবার দেশে ফিরছেন তিনি। গত ৬ মার্চ কলোম্বতে গিয়েছিলেন সাকিব। সতীর্থদের সাথে দুই দিন সময় কাটিয়ে কলোম্ব থেকে অস্ট্রেলিয়ায় যান এই তারকা। সাকিবের আজ দেশে ফিরার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী। এই বিষয়ে তিনি বলেন,‘যতটুকু জানি,আজই সাকিবের দেশে ফেরার কথা। অস্ট্রেলিয়াতে তার চিকিৎসা শেষ। সেখানকার চিকিৎসকরা তার আঙুলের ক্ষত সারাতে একটি ইনজেকশন দিয়েছেন। তাদের মতে আশা করা যায় আগামী ৭-১০ দিনের মধ্যেই সুস্থ হয়ে উঠবেন সাকিব এবং তাড়াতাড়িই সে খেলায় ফিরতে পারবে।’ গত ২৭ জানুয়ারি ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনাল ম্যাচে ফিল্ডিং করার সময় হাতের আঙুলে চোট পেয়েছিলেন সাকিব আল হাসান। সেই ইনজুরি থেকে তিনি এখনও সেরে ওঠেননি। ম্যাচ খেলার জন্য পুরোপুরি ফিট হতে তার আরও বেশ কিছুদিন সময় লাগবে। অস্ট্রেলিয়ায় যাবার আগে গত ২৭ ফেব্রুয়ারি ডাক্তার দেখাতে থাইল্যান্ডে যান তিনি। সেখানে ডাক্তাররা তার আঙুলের থেরাপি দেবার পরামর্শ দেয়। নিদাহাস ট্রফির দলে প্রথমে সাকিবকে রাখা হয়েছিল। ভাবা হয়েছিল, তিনি এই সিরিজে খেলতে পারবেন। কিন্তু পরে সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করে সাকিববে দলের বাইরে রাখা হয়েছে। তার জায়গায় দলে নেয়া হয়েছে উইকেটরক্ষক-ব্যাটসম্যান লিটন দাসকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App