×

খেলা

ভারতের লক্ষ্য ১৪০ রান

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ০৮ মার্চ ২০১৮, ০৯:২৯ পিএম

ভারতের লক্ষ্য ১৪০ রান

বাংলাদেশের ব্যাটসম্যানরা কেউই ভালো ইনিংস খেলতে পারলেন না। তাই দলীয় স্কোরও হলো সাদামাটা। বৃহস্পতিবার নিদাহাস ট্রফির ম্যাচে ভারতের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে আট উইকেট হারিয়ে ১৩৯ রান সংগ্রহ করল টাইগাররা। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ ৩৪ রান করেছেন লিটন দাস। দ্বিতীয় সর্বোচ্চ ৩০ রান করেছেন সাব্বির রহমান। ভারতীয় বোলারদের মধ্যে জয়দেব উনাদকাত ৩টি, বিজয় শঙ্কর ২টি, যুজবেন্দ্র চাহাল ১টি ও শারদুল ঠাকুর ১টি করে উইকেট নেন।

ব্যাটিংয়ে নেমে দলীয় ২০ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। জয়দেব উনাদকাতের বলে যুজবেন্দ্র চাহালের হাতে ক্যাচ হন সৌম্য সরকার। ১২ বল খেলে ১৪ রান করেন তিনি। ইনিংসের পঞ্চম ওভারের প্রথম দুই বলে কোনো রান নিতে পারেননি তামিম ইকবাল। তৃতীয় বলে তামিমের বিপক্ষে এলবিডব্লিউয়ের সিদ্ধান্ত দেন আম্পায়ার। কিন্তু রিভিউ নিয়ে বেঁচে যান তামিম ইকবাল। পরের দুই বলে দুইটি বাউন্ডারি মারেন তিনি। শারদুল ঠাকুরের করা এই ওভারের শেষ বলে শর্ট ফাইন লেগে জয়দেব উনাদকাতের হাতে ক্যাচ হন তামিম ইকবাল। ১৬ বল খেলে ১৫ রান করেন তিনি।

দলীয় ৬৬ রানে বিজয় শঙ্করের বলে উইকেটরক্ষকের হাতে ধরা পড়েন মুশফিকুর রহিম। ১৪ বল খেলে ১৮ রান করেন মুশফিক। ইনিংসের ১১তম ওভারে বিজয় শঙ্করের বলে শারদুল ঠাকুরের হাতে ধরা পড়েন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। আট বল খেলে এক রান করেন তিনি।

দলীয় ১০৭ রানে যুজবেন্দ্র চাহালের বলে সুরেশ রায়নার হাতে ধরা পড়েন লিটন দাস। ৩০ বল খেলে ৩৪ রান করেন তিনি। ১৭তম ওভারে জয়দেব উনাদকাতের বলে মনিশ পান্ডের হাতে ক্যাচ হন মেহেদী হাসান মিরাজ। চার বল খেলে তিনি করেন তিন রান। ১৯তম ওভারে জয়দেব উনাদকাতের বলে উইকেটরক্ষকের হাতে ধরা পড়েন সাব্বির রহমান। ২৬ বল খেলে ৩০ রান করেন তিনি। ২০তম ওভারে রান আউট হন রুবেল হোসেন।

সিরিজে বাংলাদেশ আজ নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমেছে। অন্যদিকে, ভারত আজ নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছে। গত ৬ মার্চ শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের উদ্বোধনী ম্যাচে পাঁচ উইকেটে হেরেছিল ভারত।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ ইনিংস: ১৩৯/৮ (২০ ওভার)

(তামিম ইকবাল ১৫, সৌম্য সরকার ১৪, লিটন দাস ৩৪, মুশফিকুর রহিম ১৮, মাহমুদউল্লাহ রিয়াদ ১, সাব্বির রহমান ৩০, মেহেদী হাসান মিরাজ ৩, তাসকিন আহমেদ ৮*, রুবেল হোসেন ০, মোস্তাফিজুর রহমান ১*; জয়দেব উনাদকাত ৩/৩৮, ওয়াশিংটন সুন্দর ০/২৩, শারদুল ঠাকুর ১/২৫, যুজবেন্দ্র চাহাল ১/১৯, বিজয় শঙ্কর ২/৩২)।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App