×

খেলা

ভারতের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বাংলাদেশের মিশন শুরু কাল

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ মার্চ ২০১৮, ১১:৫০ এএম

ভারতের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বাংলাদেশের মিশন শুরু কাল
নিদাহাস ট্রফিতে বাংলাদেশ ও ভারতের মধ্যকার লড়াই হবে বৃহস্পতিবার। এদিন রাত সাড়ে সাতটায় কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে লড়বে দুই দল। এই ম্যাচটির আগেই অবশ্য ভারত ট্রফিতে নিজেদের মিশন শুরু করে দিয়েছে। স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে মঙ্গলবার উদ্বোধনী ম্যাচে লড়াই করেছে। শুধু বাংলাদেশেরই এখন টুর্নামেন্টে মিশন শুরু করার বাকি আছে। বাংলাদেশের সেই মিশন শুরু হবে বৃহস্পতিবার। টুর্নামেন্টে খেলছে তিন দল। বাংলাদেশসহ স্বাগতিক শ্রীলঙ্কা ও ভারত আছে। প্রতিটি দল চারটি করে ম্যাচ খেলবে। প্রতিটি খেলা কলম্বোর প্রেমাসাদা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। রাত সাড়ে সাতটায় প্রতিটি ম্যাচ শুরু হবে। একটি দল আরেক দলের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে। যে দুই দল পয়েন্ট তালিকার শীর্ষে থাকবে ১৮ মার্চ সেই দুই দল ফাইনালে শিরোপা নির্ধারণী ম্যাচে লড়াই করবে। তিন দলেই তারকা ক্রিকেটাররা অনুপস্থিত রয়েছেন। ভারত দলে যেমন বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনিরা নেই। ঠিক তেমনি শ্রীলঙ্কা দলে নেই এ্যাঞ্জলো ম্যাথুস। কোহলি, ধোনিরা বিশ্রাম পেয়েছেন। আর ম্যাথুস ইনজুরির জন্য খেলতে পারছেন না। বাংলাদেশ দলেও নেই সেরা একজন অলরাউন্ডার। তিনি সাকিব আল হাসান। ত্রিদেশীয় সিরিজের ফাইনালে যে আঙ্গুলে চোট পেয়েছেন তা সেরে ওঠেনি। আর তাই নিদাহাস ট্রফিতেও সাকিব নেই। সাকিব না থাকাতে বাংলাদেশ দল দুর্বল হয়ে পড়েছে। এমনিতেই টি২০তে বিশেষ কোন নজরকাড়া পারফর্মেন্স বাংলাদেশের নেই। টুর্নামেন্টের অন্য দুই দলের বিপক্ষেই বাংলাদেশের রেজাল্ট খারাপ। শ্রীলঙ্কার সঙ্গে তাও জিতেছে বাংলাদেশ। কিন্তু ভারতের বিপক্ষে তো এখন পর্যন্ত টি২০তে কোন ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ। বোঝাই যাচ্ছে, বাংলাদেশের জন্য ভারত কতটা শক্তিশালী দল। ত্রিদেশীয় সিরিজ হাতছাড়া হয়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ও টি২০ সিরিজ হেরে বিধ্বস্ত হয়ে আছে বাংলাদেশ দল। এখান থেকে ফিরে আসতে হলে একটি জয়ই যথেষ্ট বলে মনে করছেন তামিম। বলেছেন, ‘দল হিসেবে আমরা হয়তো সেরা ফর্মে নেই। কিন্তু এ রকম হতেই পারে। সবসময় বিশ্বাস করি ও বলে আসছি, একজন ব্যাটসম্যান ও বোলারের যেমন ভাল সময়, খারাপ সময় আসে, দলেরও এ রকম হয়। আমার কাছে এ রকম মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয় আতঙ্কিত না হওয়া। বিশ্বের সেরা দলেরও খারাপ সময় আসে। দলের ভাল সময়টা উপভোগ করলে, খারাপ সময়টাও মেনে নিতে হবে। কিন্তু আতঙ্কিত হওয়া যাবে না। আরও যোগ করেন, ‘আমার মনে হয়, আমাদের স্রেফ এক জয় দরকার। তাহলে আমরা আবার সেরা চেহারায় ফিরতে পারব। সেই ভাল ম্যাচ দ্রুত পাওয়া জরুরী। দলের সবাই চ্যালেঞ্জটা নিতে মুখিয়ে আছে। আমরা জানি প্রথম ম্যাচটি কতটা গুরুত্বপূর্ণ। আমরা সেভাবেই প্রস্তুতি নিচ্ছি। আশাকরি প্রথম ম্যাচ থেকে ভাল কিছু করে টুর্নামেন্টেও আমরা ভাল করব।’ ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বৃহস্পতিবার নিদাহাস ট্রফির মিশন শুরু করবে বাংলাদেশ। দেখা যাক, এ ম্যাচটিতেই জিততে পারে কিনা দল। জিতে আবার জয়ের ধারাবাহিকতায় ফিরতে পারে কিনা।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App