×

খেলা

পিএসএল থেকে ছিটকে গেলেন আন্দ্রে রাসেল

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ মার্চ ২০১৮, ০৮:০২ পিএম

পিএসএল থেকে ছিটকে গেলেন আন্দ্রে রাসেল

হ্যামস্ট্রিং ইনজুরির কারণে চলমান পাকিস্তান সুপার লিগের (পিএসএল) মাঝপথ থেকেই ছিটকে গেলেন ইসলামাবাদ ইউনাইটেডের ওয়েস্ট ইন্ডিজ তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেল। গত শনিবার (৪ মার্চ) পিএসএলের ১৫তম ম্যাচে ফিল্ডিংয়ের সময় পায়ের ইনজুরিতে পড়েন তিনি। পরবর্তীতে ওই ম্যাচে বোলিং-ব্যাটিংও করতে পারেননি রাসেল। তবে করাচি কিংসের বিপক্ষে ইসলামাবাদ ইউনাইটেডের ৮ উইকেটের জয়ে রাসেলের ব্যাটিং-এর প্রয়োজন পড়েনি।

গত জানুয়ারিতে ডোপিং নিষেধাজ্ঞা থেকে ফেরার পর এটিই ছিল আন্দ্রে রাসেলের প্রথম টুর্নামেন্ট। এবারের আসরে তিন ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন তিনি। ব্যাট হাতে ২৬ ও বল হাতে ৪ উইকেট নেন রাসেল। লাহোর ক্লান্দার্সের বিপক্ষে সুপার ওভারের শেষ বলে ছক্কা হাকিয়ে দলকে দুর্দান্ত এক জয়ের স্বাদ দেন রাসেল।

রাসেলের ইনজুরিতে শুধুমাত্র ইসলামাবাদ ইউনাইটেডের কপালেই চিন্তার ভাজ পড়েনি। চিন্তায় পড়ে গেছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-২০ ক্রিকেটের দল কলকাতা নাইট রাইডার্সও। কারণ, আগামী মাসের প্রথম সপ্তাহে শুরু হচ্ছে আইপিএল। তাই টুর্নামেন্টের শুরুতে রাসেলকে নাও পেতে পারে কলকাতা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App