×

খেলা

টেন্ডুলকার-আমলার পাশে গেইল

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ মার্চ ২০১৮, ০৬:৩১ পিএম

টেন্ডুলকার-আমলার পাশে গেইল

২০১৯ ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে ১১টি ছক্কা ও ৭টি চারে ৯১ বল মোকাবেলা করে ১২৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন ড্যাশিং ওপেনার ক্রিস গেইল। ওয়ানডে ক্যারিয়ারে গেইলের ২৩তম সেঞ্চুরিতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৬০ রানের জয় পায় ক্যারিবীয়রা। এই ম্যাচে সেঞ্চুরি করে রেকর্ড বইয়ে ভারতের শচিন টেন্ডুলকার ও দক্ষিণ আফ্রিকার হাশিম আমলার পাশে বসলেন গেইল। কারণ, ওয়ানডে ইতিহাসের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ১১টি দেশের বিপক্ষে সেঞ্চুরির স্বাদ নিলেন গেইল। এই কীর্তি আগেই গড়েন টেন্ডুলকার ও আমলা।

ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, কেনিয়া, কানাডা ও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ওয়ানডে ক্যারিয়ারে সেঞ্চুরি করেছেন গেইল। তবে এখনও অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরির স্বাদ নিতে পারেননি গেইল। অথচ অসিদের বিপক্ষে ইতোমধ্যে ৩১ ম্যাচে ৭টি হাফ-সেঞ্চুরিতে ৮০২ রান করেছেন তিনি। সর্বোচ্চ স্কোর ৯২। এছাড়াও সেঞ্চুরি পাননি আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস ও স্কটল্যান্ডের বিপক্ষে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App