×

জাতীয়

ফয়জুলের নেটওয়ার্কের খোঁজে সিটিটিসি, র‌্যাব ও পুলিশ হন্যে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ মার্চ ২০১৮, ১১:১৬ এএম

ফয়জুলের নেটওয়ার্কের খোঁজে সিটিটিসি, র‌্যাব ও পুলিশ হন্যে
ফয়জুলের নেটওয়ার্কের খোঁজে সিটিটিসি, র‌্যাব ও পুলিশ হন্যে
সিলেটে নিজ ক্যাম্পাসে প্রথিতযশা লেখক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় হাতেনাতে ধৃত ফয়জুল হাসান এবং পরবর্তীতে আটক তার বাবা মাওলানা আতিকুর রহমান, মা মিনারা বেগম, মামা ফজলুর রহমান ও চাচা কাহেরকে পৃথকভাবে জিজ্ঞাসাবাদ করেছে একাধিক সংস্থা। জব্দ করা হয়েছে ফয়জুল হাসানের ব্যবহৃত কম্পিউটার। কাউন্টার টেররিজম এন্ড ট্রান্সন্যাশনাল ইউনিটের (সিটিটিসি) একটি টিম ছাড়াও র‌্যাব, পুলিশ ও একাধিক গোয়েন্দা সংস্থা ঘটনার তদন্তে মাঠে নেমেছে। সবকটি সংস্থার সদস্যরা ফজলুর রহমানের সঙ্গে কথা বলেছে। শনিবার সন্ধ্যায় ভোঁতা অস্ত্র দিয়ে হামলার সময় তার সঙ্গে আর কেউ ছিল কিনা সে ব্যাপারে প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। হামলার নেপথ্যে কে বা কারা তা জানতে সমন্বিত কাজ করছে তিনটি সংস্থা। সিটিটিসির উপপুলিশ কমিশনার (ডিসি) মুহিবুল ইসলাম গতকাল সোমবার রাতে ভোরের কাগজকে বলেন, ফয়জুলের নেটওয়ার্কের ব্যাপারে খোঁজ-খবর করা হচ্ছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্মীয় উগ্রবাদীরা যেসব কথা ও কাজে বিশ্বাস করে থাকে সে তাই করে বলে তথ্য মিলেছে। সে কোন জঙ্গি সংগঠনের সদস্য সে ব্যাপারে তথ্য না দিলেও জঙ্গি সংগঠন হিসেবে নিষিদ্ধ আনসারুল্লাহ বাংলা টিম (এবিটি) বা আনসার আল ইসলামের সঙ্গে তার যোগসূত্র থাকতে পারে এমন ধারণা রয়েছে। তদন্তসংশ্লিষ্ট সূত্রমতে, ঘটনাস্থলে ধৃত হয়ে গণপিটুনিতে আহত ফয়জুল ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ প্রহরায় চিকিৎসাধীন। নানা কায়দায় কয়েক দফায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তার নেটওয়ার্কের ব্যাপারে তথ্য জানার চেষ্টা চলছে। তার সঙ্গে কাদের যোগাযোগ ছিল সে ব্যাপারে কিছু তথ্য মিললেও সত্যতা নিশ্চিত হওয়া যাচ্ছে না। তার ব্যবহৃত কম্পিউটারে রয়েছে বেশকিছু তথ্য। ‘ভূতের বাচ্চা সোলায়মান’ বই লেখার কারণে হত্যাচেষ্টা করা হয়েছে প্রাথমিক তথ্য মিললেও মাদ্রাসা ছাত্র ফয়জুল অনেক তথ্য আড়াল করার চেষ্টা করছে বলে সন্দেহ করছে পুলিশ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা জানান, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সরাসরি তদন্ত তদারকি করা হচ্ছে। র‌্যাবের হেফাজতে থাকা কম্পিউটার খতিয়ে দেখা হচ্ছে। ফয়জুলের ব্যবহৃত মোবাইল ফোনের সিমকার্ডের মালিক, তার কর্মস্থলের দোকান মালিক ও পরিচিত একজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাপ্ত তথ্যের সূত্র ধরে কাজ করছে একাধিক টিম। র‌্যাব-৯ এর একজন কর্মকর্তা গত রাতে জানান, ফয়জুল অনেক দিন ধরে ড. জাফর ইকবালকে অনুসরণ করে আসছিল। জাফর ইাকবাল যেসব অনুষ্ঠানে যেতেন সেও সেখানে যেত। বেশ কিছুদিন ধরে সে হামলার সুযোগ খুঁজছিল। পুলিশ প্রহরা থাকায় এতদিন সে পেরে ওঠেনি। সে কীভাবে ছুরি সংগ্রহ করেছে সে তথ্যও জানা গেছে। তবে তার সঙ্গে আর কারা এবং নেপথ্যে কে সে ব্যাপারে তথ্য এড়িয়ে যাচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App