×

তথ্যপ্রযুক্তি

পোর্ট্রেট মোড আসছে ইনস্টাগ্রামে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ মার্চ ২০১৮, ০৩:২৮ পিএম

পোর্ট্রেট মোড আসছে ইনস্টাগ্রামে
ভয়েস ও ভিডিও কলের ফিচার ফাঁস হওয়ার পর ফটো শেয়ারিং অ্যাপটির নতুন একটি ফিচার শনাক্ত করেছে সংবাদ মাধ্যম টেক ক্রাঞ্চ। অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন প্যাকেজের (এপিকে) মধ্যে পোর্ট্রেট শাটার ক্যামেরার আইকন দেখা গেছে।এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা ছবির ব্যাকগ্রাউন্ডে বুকেহ ইফেক্ট যুক্ত করতে পারবে। এই বুকেহ ইফেক্ট দিয়ে ছবির ব্যাকগ্রাউন্ড অস্পষ্ট করা হয়ে থাকে।ইনস্টাগ্রাম স্টোরিজ ক্যামেরায় এই পোর্ট্রেট শাটার ফিল্টার ব্যবহার করা যাবে। ফিচারটি যুক্ত করার প্রক্রিয়া কতো দূর এগিয়েছে তা এখনো যানা যায়নি। কারণ ফিচারটি ফাঁসের ব্যাপারে কোনো মন্তব্য করেনি ইনস্টাগ্রাম। এর আগে সংবাদ মাধ্যম টেকক্রাঞ্চ জানিয়েছে, তারা অ্যাপটির অ্যান্ড্রয়েড প্যাকেজে (এপিকে) ভয়েস ও ভিডিও কলের গোপন কোড ও আইকন খুঁজে পেয়েছে। এপিকেতে সাধারণত ডেভেলপারদের পরিকল্পনাগুলো দেওয়া থাকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App