×

খেলা

নেইমারের ইনজুরিতে খুশি পেলে, ক্ষুব্ধ পিএসজি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ মার্চ ২০১৮, ০৬:৫১ পিএম

নেইমারের ইনজুরিতে খুশি পেলে, ক্ষুব্ধ পিএসজি

চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলের ফিরতি পর্বে রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলতে পারবেন না ব্রাজিলের অধিনায়ক ও প্যারিস সেন্ট জার্মেই’র খেলোয়াড় নেইমার। প্রথম লেগের ম্যাচে পায়ের ইনজুরিতে পড়েন তিনি। ইতোমধ্যে অস্ত্রোপচারও করিয়েছেন নেইমার। বর্তমানে নিজস্ব প্রাসাদে পুনর্বাসনে রয়েছেন তিনি। তার এই বিশ্রামকে রাশিয়ার বিশ্বকাপের জন্য প্রস্তুতি বলে মনে করছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলে।

তিনি বলেন, ‘নেইমার এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। চোট পেলেও বিশ্বকাপের আগে সুস্থ হয়ে যাবে সে। ক্লাব ফুটবল থেকে মনোনিবেশ সরিয়ে কখন ব্রাজিলের জন্য নিজেকে তৈরি করতে হবে, তা সে জানে। রাশিয়া বিশ্বকাপের জন্য নিজেকে সেভাবেই তৈরি করছে নেইমার। বিশ্বকাপের আগে ভালোভাবে বিশ্রাম নিয়ে সতেজ হয়ে মাঠে নামবে নেইমার।’

প্যারিস সেন্ট জার্মেই’র কর্মকর্তাদের দাবি ভিন্ন ধরনের। ব্রাজিল ফুটবল ফেডারেশনের দিকে আঙ্গুল তুলেছেন তারা। তাদের মতে, ‘বিশ্বকাপের কথা ভেবে নেইমারের চোট যতটা, তার চেয়ে বেশি করে দেখাচ্ছেন ব্রাজিল ফুটবল কনফেডারেশনের চিকিৎসকরা।’

ফরাসি গণমাধ্যমে সরাসরি অভিযোগ তুলে পিএসজি কর্মকর্তারা বলেন, ‘নেইমারের চোট বড় করে দেখাচ্ছে ব্রাজিল জাতীয় দলের চিকিৎসক লাসমার। বিশ্বকাপে সতেজ ও ফিট নেইমারকে পেতেই সম্ভবত এভাবে অতিরিক্ত বিশ্রামে রাখা হয়েছে তাকে। পিএসজির চিকিৎসকরা নেইমারের ডান পায়ের পাতায় কনিষ্ঠার হাড়ে চিঁড় ধরার কথা জানিয়েছিল। কিন্তু ব্রাজিলের চিকিৎসকরা পরে জানায়, ডান পায়ের পাতায় মেটাটারসাল হাড় ভেঙেছে তার। ফলে অস্ত্রোপচারের কারণে তিন মাসের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাকে।’ চ্যাম্পিয়ন্স লিগের প্রথম পর্বে নিজেদের মাঠে ৩-১ গোলে জিতেছিলো রিয়াল মাদ্রিদ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App