×

আন্তর্জাতিক

জেরুজালেমে দূতাবাস উদ্বোধনের জন্য যাবেন ট্রাম্প

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ মার্চ ২০১৮, ০৪:২৬ পিএম

জেরুজালেমে দূতাবাস উদ্বোধনের জন্য যাবেন ট্রাম্প
জেরুজালেমে মার্কিন দূতাবাসের উদ্বোধনে অংশ নিতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল সোমবার এমন আভাস দিয়েছেন ট্রাম্প। খবর আল জাজিরার। গতকাল হোয়াইট হাউসের ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, 'যদি আমি পারি তাহলে যাব'। গত ডিসেম্বরে ইসরায়েলের রাজধানী হিসেবে জেরুজালেমকে স্বীকৃতি দেয় যুক্তরাষ্ট্র। এরপরই মার্কিন দূতাবাস তেল আবিব থেকে সরিয়ে জেরুজালেম নেয়ার ঘোষণা দেয়া হয়। ইসরায়েলের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হবে ১৪ মে। ঐ দিনই জেরুজালেমে মার্কিন দূতাবাসের উদ্বোধন হতে পারে। তবে এই স্থানান্তর প্রক্রিয়া শেষ হবে ২০১৯ সালের শেষের দিকে। জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি এবং দূতাবাস স্থানান্তরের ট্রাম্পের সিদ্ধান্তের তীব্র নিন্দা করে বিশ্বের বেশিরভাগ রাষ্ট্র। এমন সিদ্ধান্ত ঐ অঞ্চলে অশান্তি সৃষ্টি করবে বলে মনে করেন বিশ্লেষকরা। এ সময় তিনি ফিলিস্তিনের সমালোচনা করেন। অন্যদিকে জেরুজালেমের বিষয়ে এমন সিদ্ধান্ত নেয়ার জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App