×

খেলা

আফগানিস্তানের বিপক্ষে জিম্বাবুয়ের শ্বাসরুদ্ধকর জয়

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ০৬ মার্চ ২০১৮, ০৯:৪৫ পিএম

আফগানিস্তানের বিপক্ষে জিম্বাবুয়ের শ্বাসরুদ্ধকর জয়
বিশ্বকাপ বাছাইপর্বের গ্রুপ পর্বের ম্যাচে আজ আফগানিস্তানের বিপক্ষে শ্বাসরুদ্ধকর জয় পেয়েছে স্বাগতিক জিম্বাবুয়ে। শেষ ওভারের নাটকীয়তায় দুই রানের জয় তুলে নিয়েছে স্বাগতিকরা। গ্রুপ ‘বি’তে দুই ম্যাচ খেলে দুইটিতেই জয় পেয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় অবস্থানে আছে জিম্বাবুয়ে। দুই ম্যাচ খেলে দুইটিতেই হেরে তৃতীয় অবস্থানে আছে আফগানিস্তান। মঙ্গলবার বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত ম্যাচটিতে জিম্বাবুয়ের দেয়া ১৯৭ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে ৪৯.৩ ওভারে ১৯৪ রান সংগ্রহ করে অলআউট হয়ে যায় আফগানিস্তান। ইনিংসের শেষ ওভারে তাদের জয়ের জন্য প্রয়োজন ছিল তিন রান। হাতে ছিল এক উইকেট। ব্রায়ান ভিটোরির করা ওভারের প্রথম বলটি ডট হয়। দ্বিতীয় বলে এক রান নেন দৌলৎ জাদরান। তৃতীয় বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ হন শাপুর জাদরান। আফগানিস্তানের পক্ষে সর্বোচ্চ ৬৯ রান করেন রহমত শাহ। দ্বিতীয় সর্বোচ্চ ৫১ রান করেন মোহাম্মদ নবী। জিম্বাবুয়ের পক্ষে ব্লিজিং মুজারাবানি ৪টি, সিকান্দার রাজা ৩টি, ব্রায়ান ভিটোরি ২টি ও টেন্ডাই সাতারা ১টি করে উইকেট নেন। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ৪৩ ওভারে ১৯৬ রান সংগ্রহ করে অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে। দলের পক্ষে সর্বোচ্চ ৮৯ রান করেন ব্রেন্ডন টেইলর। ৬০ রান করেন সিকান্দার রাজা। আফগানিস্তানের পক্ষে মুজিব উর রহমান ৩টি, দৌলৎ জাদরান ২টি, মোহাম্মদ নবী ১টি ও রশীদ খান ৩টি করে উইকেট নেন। প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন জিম্বাবুয়ের সিকান্দার রাজা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App