সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার বরইকান্দি এলাকার ৩ নম্বর রোড ও ১০ নম্বর রোডের লোকজনের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে দু’জন নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর ১২টার দিকে এ সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন অন্তত ১৫ জন। তাদের মধ্যে বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও আশপাশের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে ১০ নম্বর রোডে গিয়ে কোম্পানিগঞ্জ উপজেলার টেলিখাল ইউপির চেয়ারম্যান আলফু মিয়ার লোকজনের ওপর হামলা চালায় বরইকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ৩ নম্বর রোডের বাসিন্দা গৌছ মিয়ার লোকজন। এতে ৫ জন আহত হয়। এ ঘটনার জের ধরে মঙ্গলবার দুপুর ১২টার দিকে মাইকে ঘোষণা দিয়ে ৩ নম্বর রোডে গিয়ে গৌছ মিয়ার লোকজনের ওপর হামলা চালায় আলফু মিয়ার লোকজন। এ সময় তাদের সঙ্গে দেশিয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র ছিল। এ সংঘর্ষে বাবুল মিয়া ও মাসুক মিয়া নামের দু’জন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। ভানিহত দু’জনই গৌছ মিয়ার ভাগ্নে বলে জানা গেছে।
সিলেট মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-কমিশনার আবদুল ওয়াহাক মিঞা বলেন, সংঘর্ষে দু’জন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।