×

জাতীয়

নরসিংদীতে ডাকাত সন্দেহে গণপিটুনি, নিহত ১

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ মার্চ ২০১৮, ১১:১৮ এএম

নরসিংদীতে ডাকাত সন্দেহে গণপিটুনি, নিহত ১
নরসিংদী জেলার রায়পুরায় গ্রামবাসীর গণপিটুনিতে কামাল মিয়া (৪০) নামে একজন নিহত হয়েছেন। স্থানীয়রা জানান, নিহত ব্যক্তির এলাকায় ডাকাত পিচ্চি কামাল নামেই পরিচিত। শনিবার (৩ মার্চ) ভোরে উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের আগানগর খেয়াঘাটে এই ঘটনা ঘটে। নিহত পিচ্চি কামাল উপজেলা আমিরগঞ্জ ইউনিয়নের বালুকান্দি গ্রামের মো. জামাল হোসেনের ছেলে। রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, নিহত পিচ্চি কামালের বিরুদ্ধে ডাকাতিসহ বিভিন্ন অপরাধে থানায় একাধিক মামলা রয়েছে। পুলিশ তাকে ধরার জন্য হন্য হয়ে খুঁজছিল। এই ঘটনায় থানায় মামলা করার প্রস্তুতি চলছে। পুলিশ জানায়, আগানগর গ্রামে ডাকাতি প্রতিরোধে রাত জেগে নিয়মিত পাহাড়া দেয় গ্রামবাসী। শনিবার ভোরে একদল ডাকাত গ্রামে ঢুকেছে এরকম খবর পেয়ে ধাওয়া করে গ্রামবাসী। ওই সময় পিচ্চি কামালকে ধরে গণপিটুনি দেয় তারা। গ্রামবাসীর ধারালো অস্ত্র, টেঁটা ও লাঠির আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তবে পিচ্চি কামালের ছোট ভাই হানিফ মিয়ার দাবি, ডিশ ব্যবসাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App