×

আন্তর্জাতিক

আফ্রিকার বুরকিনা ফাসোর গুরুত্বপূর্ণ স্থানে হামলা, নিহত ১৬

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ মার্চ ২০১৮, ১১:২৭ এএম

আফ্রিকার বুরকিনা ফাসোর গুরুত্বপূর্ণ স্থানে হামলা, নিহত ১৬
পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর রাজধানী ওয়াগাদুগুরে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। খবর- বিবিসির। হামলাকারীরা ফরাসি দূতাবাস এবং সেনা সদর দপ্তর লক্ষ্য করে গুলি চালায়। হামলায় দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ও আক্রান্ত হয়। এ ঘটনায় নিরাপত্তা বাহিনীর আট সদস্য এবং আট হামলাকারী নিহত হয়। সন্ত্রাসী হামলায় ৮০ জনের বেশি আহত হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে কর্তৃপক্ষ আশঙ্কা করছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ফরাসি দূতাবাসের সামনে ৫ জন অস্ত্রধারী একটি গাড়ি থেকে নামে। দূতাবাসের সামনে থাকা সাধারণ পথচারীদের লক্ষ করে তারা গুলি চালায়। বুরকিনার পুলিশ জানায়, এই ঘটনায় হামলা কারিদের ৬ জন এবং নিরাপত্তা বাহিনীর ৭ জন নিহত হয়েছে। এ ছাড়া ৬ জন গুরুতর আহত হয়েছে। আহতদের মধ্যে দুজন সাধারণ নাগরিকও আছে। নিরাপত্তা সূত্রকে উদ্ধৃত করে সিএনএন বলছে, সেনা সদরের হামলায় ৫ সেনাসদস্য নিহত হয়েছেন। সেখানে ২ জঙ্গিকে হত্যা করা হয়েছে। আর ফরাসি দূতাবাসের হামলায় নিহত হয়েছেন ২ নিরাপত্তারক্ষী। সেখানে চার জঙ্গিকে হত্যা করা হয়েছে। এ দিকে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে হামলা কারিদের ৬ জন নিহত হয়েছে। এদের মধ্যে ৪ জন ফরাসি দূতাবাসে এবং ২ জন সেনা সদর দপ্তরে নিহত হয় বলে বুরকিনা ফাসোর সরকারের পক্ষ থেকে বলা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App