নরসিংদীতে ডাকাত সন্দেহে গণপিটুনি, নিহত ১

আগের সংবাদ

আফ্রিকার বুরকিনা ফাসোর গুরুত্বপূর্ণ স্থানে হামলা, নিহত ১৬

পরের সংবাদ

ব্রাহ্মণবাড়িয়ায় জমির বিরোধে সংঘর্ষ, নিহত ১

প্রকাশিত: মার্চ ৩, ২০১৮ , ১১:২৩ পূর্বাহ্ণ আপডেট: মার্চ ৩, ২০১৮ , ১:৩৯ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় জমির বিরোধের সংঘর্ষে দুলাল মিয়া (৪৫) এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষে আহত হয়েছেন কমপক্ষে পাঁচজন।

শনিবার (৩ মার্চ) সকাল ৬টায় কৃষ্ণনগর ইউনিয়নের দক্ষিণ লক্ষ্মীপুর গ্রামে এ সংঘর্ষ হয় বলে পুলিশ জানিয়েছে।

নিহত দুলাল মিয়া ওই গ্রামের মনসুর আলীর ছেলে।

আহত পাঁচজনকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নবীনগর থানার ওসি মো. আসলাম সিকদার জানান, একটি কৃষি জমি নিয়ে দীর্ঘদিন ধরে এলাকার মুসলিম মিয়া ও বসু মিয়ার লোকজনের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এর জের ধরে সকালে দুই পক্ষের লোকজন দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলাকালে মুসলিম মিয়ার পক্ষের দুলাল মিয়া মারা যান। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তী সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়