×

জাতীয়

বেনাপোলে ১০ সোনার বারসহ পাচারকারী আটক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ মার্চ ২০১৮, ০৭:৩৭ পিএম

বেনাপোলে ১০ সোনার বারসহ পাচারকারী আটক

ভারতে পাচারের সময় বেনাপোল বন্দর থানার পুটখালি সীমান্তে ১০টি সোনার বারসহ মনিরুল ইসলাম (২৫) নামে এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ'র (বিজিবি) সদস্যরা। শুক্রবার (০২ মার্চ ) বিকাল ৪টার সময় পুটখালী গ্রামের টাংকির মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক মনিরুল বেনাপোল বন্দর থানার পুটখালি গ্রামের সাবুর আলীর ছেলে।

বিজিবি জানায়, বেনাপোল বাজার থেকে বিপুল পরিমাণ সোনার একটি চালান নিয়ে মনিরুল সীমান্তের পুটখালি গ্রামের দিকে যাবে এমন খবরে নায়েব সুবেদার ওমর ফারুক সঙ্গীয় ফোর্স নিয়ে পুটখালী গ্রামের টাংকির মোড় নামক স্থানে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে ১০টি সোনার বার উদ্ধার করা হয়।

২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল তারিকুল হাকিম বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতকে স্বর্ণের বারসহ বেনাপোল বন্দর থানায় সোপর্দ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App