×

জাতীয়

৩৬তম বিসিএসে নির্বাচিতদের স্বাস্থ্য পরীক্ষা ৩ মার্চ থেকে

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ০১ মার্চ ২০১৮, ০৯:৪৯ পিএম

৩৬তম বিসিএসে নির্বাচিতদের স্বাস্থ্য পরীক্ষা ৩ মার্চ থেকে
৩৬তম বিসিএস পরীক্ষা, ২০১৫ এর ফলাফলের ভিত্তিতে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সাময়িকভাবে নির্বাচিত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা আগামী ৩ মার্চ শুরু হবে। বৃহস্পতিবার সরকারি কর্মকমিশনের (বিপিএসসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নির্বাচিত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৮ মার্চ পর্যন্ত। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতাল, ঢাকা; জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান, ঢাকা; শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল, ঢাকা; জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল, মহাখালী; মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে এই স্বাস্থ্য পরীক্ষা হবে। এ বিষয়ে আলাদাভাবে বিজ্ঞাপিত প্রার্থীদের নামে পর্যায়ক্রমে ডাকযোগে চিঠি দেওয়া হচ্ছে। স্বাস্থ্য পরীক্ষার জন্য ১-২৭১১-০০০০-২৬৮১ এই কোড নম্বরে ট্রেজারি চালান মারফত ৫০ টাকা ফি জমা দিতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App