×

খেলা

দিনশেষে অস্ট্রেলিয়া ২২৫/৫

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ০১ মার্চ ২০১৮, ১০:২১ পিএম

দিনশেষে অস্ট্রেলিয়া ২২৫/৫
চার ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে মুখোমুখি হয়েছে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। ডারবানে টস জিতে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। আলো স্বল্পতায় ১৪ ওভার বাকি থাকতেই দিন শেষ হয়। প্রথম দিন শেষে ৭৬ ওভারে ৫ উইকেট হারিয়ে ২২৫ রান ‍তুলেছে অজিরা। মিশেল মার্শ ৩২ ও টিম পেইন ২১ রানে অপরাজিত আছেন। তারা দুজন দ্বিতীয় দিনে ব্যাট করতে নামবেন। বাংলাদেশ সময় ‍বৃহস্পতিবার দুপুরে টস জিতে ব্যাট করতে নেমে ১৫ রানেই প্রথম উইকেট হারায় অজিরা। এ সময় ক্যামেরুন ব্যানক্রফট ব্যক্তিগত ৫ রানেই ফিরে যান। ৩৯ রানের মাথায় উসমান খাজাও সাজঘরে ফেরেন। যাওয়ার আগে ১৪টি রান করেন তিনি। তৃতীয় উইকেটে ডেভিড ওয়ার্নার ও অধিনায়ক স্টিভেন স্মিথ জুটি বাঁধেন। স্মিথের সঙ্গে ৫৬ রানের জুটি গড়ে দলীয় ৯৫ রানের মাথায় আউট হন ওয়ার্নার। সাজঘরে ফেরার আগে টেস্ট ক্যারিয়ারের ২৮তম অর্ধশত রান করে যান (৫১)। এরপর স্মিথের সঙ্গে আরো ৫৬ রানের জুটি গড়েন শন মার্শ। দলীয় ১৫১ রানের মাথায় অধিনায়ক স্মিথ আউট হয়ে যান। যাওয়ার আগে করে যান ৫৬টি রান। যা তার টেস্ট ক্যারিয়ারের ২৪তম অর্ধশত। ১৭৭ রানের মাথায় শন মার্শ (৪০) আউট হওয়ার পর মিশেল মার্শ ও পেইন মিলে ৪৮ রানের জুটি গড়ে দিন শেষ করেন। বল হাতে দক্ষিণ আফ্রিকার ভারনন ফিলান্ডার ও কেশব মহারাজ ২টি করে উইকেট নিয়েছেন। ১টি উইকেট নিয়েছেন কাগিসু রাবাদা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App