×

খেলা

কোহলিকে আবেগ আরও নিয়ন্ত্রণে রাখার পরামর্শ স্টিভ ওয়ার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ মার্চ ২০১৮, ০৭:০৫ পিএম

কোহলিকে আবেগ আরও নিয়ন্ত্রণে রাখার পরামর্শ স্টিভ ওয়ার

বিরাট কোহলি মাঠের মধ্যে কেমন, তা কারোরই অজানা নয়। ধোনির মতো 'ক্যাপ্টেন কুল' যে বিরাট নন, সেটা মাঠে তার আগ্রাসন দেখলেই স্পষ্ট। সদ্য সমাপ্ত দক্ষিণ আফ্রিকা সফরেও মাঝে মধ্যেই মাঠে বিরাটের আগ্রাসনের ঝলক চোখে পড়েছে।

খেলা চলাকালে বিরাট যে অনেক বেশি আবেগপ্রবণ হয়ে পড়েন, সেটা প্রায়শই চোখে পড়ে। বিরাটের এই 'অ্যাটিটিউড' দেখে মোটেই সন্তুষ্ট নন প্রাক্তন অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভ ওয়া।

মোনাকোয় এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, আমি দক্ষিণ আফ্রিকায় বিরাটকে দেখেছি। আমার মনে হয়েছে কিছু কিছু ক্ষেত্রে ও একটু বেশি আবেগপ্রবণ হয়ে পড়েছে। তবে অধিনায়ক হিসেবে ও এখনও শিখছে। অধিনায়ক হিসেবে বিরাট এখন একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে। ও অনেক কিছু শিখছে। একটু সময় লাগবে ওকে ওর আবেগ নিয়ন্ত্রণ করতে। তবে আমি জানি, ওই ভাবে খেলাটাই পছন্দ করে কোহলি।

তার মতে, বিরাটকে বোঝা উচিত দলে সবাই একই মানসিকতার নয়। ভারতীয় দলে রাহানে এবং পূজারার মতো ক্রিকেটাররাও রয়েছেন, যারা অত্যন্ত ঠাণ্ডা স্বভাবের ক্রিকেটার। মাঠে তাই নিজের আগ্রাসন নিয়ন্ত্রণ করতেই হবে কোহলিকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App