×

খেলা

কেকেআরের একাদশে যে ৪ বিদেশিকে পছন্দ সৌরভের

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ মার্চ ২০১৮, ০৫:৪৮ পিএম

কেকেআরের একাদশে যে ৪ বিদেশিকে পছন্দ সৌরভের

আগামী ৭ এপ্রিল থেকে শুরু হবে ইন্ডিয়ার প্রিমিয়ার লিগের ১১তম আসর। খেলোয়াড় কেনার পর এখন প্রতিটি দলই একাদশ নিয়ে রণকৌশল ঠিক করছেন। তবে এক্ষেত্রে কিছুটা পিছিয়ে রয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। কারণ তারা এখনও অধিনায়কই নির্ধারণ করতে পারেনি। তবে একাদশে বিদেশি খেলোয়াড় বাছাইয়ের কাজটি সহজ করে দিয়েছেন কেকেআরের সাবেক সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।

আইপিএলের নিয়ম অনুযায়ী একাদশে ৪ জন বিদেশি এবং ৭ জন দেশি ক্রিকেটার থাকবে। সেই হিসেবে কোন চারজন বিদেশিকে মাঠে নামানো হবে তা দ্বিধা-দ্বন্দ্বে থাকেন নির্বাচক কমিটি। এর মধ্যে সৌরভ জানালেন, কেকেআরে বিদেশিদের মধ্যে সুনীল নারাইন, আন্দ্রে রাসেল, মিচেল স্টার্ক এবং ক্রিস লিন- এই চার বিদেশিকেই প্রথম একাদশে পছন্দ তার।

টিম ইন্ডিয়ার সাবেক অধিনায়কের মতে, সুনীল নারাইন ম্যাচ উইনার, তাই অতি অবশ্যই তাঁকে দলে রাখা হবে। একই সঙ্গে আরও এক ক্যারিবীয়ান তারকার ওপরও আস্থা রাখছেন সৌরভ। নাইটদের প্রাক্তন অধিনায়ক মনে করেন, দলের ভারসাম্য ধরে রেখেছেন আন্দ্রে রাসেলেরও একাদশে থাকাও নিশ্চিত।

এছাড়াও সৌরভ মনে করেন কলকাতার বাজি হতে চলেছেন অজি তারকা মিচেল স্টার্ক। ডেথ বোলিং-এ মিচেল স্টার্ক কোচ জ্যাক ক্যালিসের বড় শক্তি হবে বলেই মত তার। অন্যজন ক্রিস লিন। সৌরভের মতে, লিনের ব্যাট চললে তিনি দলের অবধারিত ওপেনার হবেন, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। সূত্র: জি নিউজ

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App