×

জাতীয়

পৃথক সড়ক দুর্ঘটনায় রাজধানীতে দুই জন নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০১৮, ১০:৫৬ এএম

পৃথক সড়ক দুর্ঘটনায় রাজধানীর শেরেবাংলা নগর ও দারুসসালামে দুই ব্যাক্তি নিহত হয়েছে। বুধ বার ভোর ৫ টা থেকে ৬টার মধ্যে এসব দুর্ঘটনা ঘটে। আজ ভোর ৫টার দিকে রাজধানীর শেরেবাংলা নগর মানিক মিয়া অ্যাভিনিউ সড়কে ট্রাকের ধাক্কায় কবির হোসেন (৩০) নামে এক ভ্যান চালক নিহত হয়েছেন। নিহত কবির হোসেন ভোলার চরফ্যাশন উপজেলার চর গঙ্গাপুর গ্রামের সোনা মিয়ার ছেলে। পরিবার নিয়ে মোহাম্মদপুর বসিলা এলাকায় থাকতেন। শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) আলী হোসেন জানান, কারওয়ান বাজার থেকে ভ্যানে করে ডিম নিয়ে মোহাম্মদপুর বছিলায় যাচ্ছিলেন। মানিক মিয়া অ্যাভিনিউ সড়কে পৌঁছালে একটি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যান চালক কবির হোসেন গুরতর আহত হন। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৬টার দিকে তার মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলেও জানান এসআই আলী হোসেন। অপরদিকে রাজধানীর দারুসসালামে ময়লার গাড়ির ধাক্কায় অজ্ঞাতপরিচয় (৩০) এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তির পরনে ফুলহাতা শার্ট ও প্যান্ট রয়েছে। বুধবার (২৮ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দারুসসালাম থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সাইদ জানান, রাস্তা পারাপারের সময় অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে ময়লার গাড়ি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App