×

আন্তর্জাতিক

ক্লিনটনের সঙ্গে ঘনিষ্ঠতা নিয়ে লিখলেন মনিকা লিউনস্কি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০১৮, ০৬:০১ পিএম

ক্লিনটনের সঙ্গে ঘনিষ্ঠতা নিয়ে লিখলেন মনিকা লিউনস্কি

সাবেক হোয়াইট হাউজ ইন্টার্ন মনিকা লিউনস্কি জানিয়েছেন, যে সম্পর্কের কারণে বিল ক্লিনটন (যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট) অভিসংশনের মুখোমুখি হয়েছিলেন তা যৌন হেনস্থা ছিল না। তবে সেখানে বড় ধরনের ক্ষমতার অপব্যবহার করা হয়েছে।

ভ্যানিটি ফেয়ার সাময়িকীর মার্চ সংস্করণে লিখেছেন মনিকা। সেখানেই তিনি এসব দাবি করেন। মনিকা বলেন সম্প্রতি তিনি চোখে পানি ধরে রাখতে পারেননি যখন '#মি টু' (যৌন নিপীড়ন বিরোধী আন্দোলন) এর এক নেতা তাকে বলেন, 'আমি খুবই দুঃখিত যে তখন তুমি একা ছিলে।' আন্দোলনটির প্রশংসা করে মনিকা বলেন, 'আরও অনেক নারী-পুরুষ আছেন যাদের নিপীড়নের গল্পগুলো আমারটার আগে শোনা উচিত।'

মনিকা আরও লিখেছেন, কিছু মানুষ ভাবে যৌন নিপীড়নবিরোধী আন্দোলনে আমার হোয়াইট হাউজ অভিজ্ঞতার (তিক্ত) কোনো জায়গা নেই, 'বলা হয়েছে বিল ক্লিনটন ও আমার ঘটনাটি যৌন হেনস্থা ছিল না, যদিও এখন আমরা এটিকে আমরা ক্ষমতার বড় অপব্যবহার হিসেবে চিহ্নিত করতে পারি।'  সূত্র : গার্ডিয়ান

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App