×

জাতীয়

সালথায় আ.লীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০১৮, ০৬:৪১ পিএম

সালথায় আ.লীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ১০
ফরিদপুরের সালথায় আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে নারীসহ ১০জন আহত হয়েছেন। এসময় তিনটি বাড়ি ভাঙচুর করা হয়। মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের যুগীকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। এলাকাবাসী ও পুলিশ জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিনের সঙ্গে মাঝারদিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আফসারউদ্দিন মাতুব্বরের বিরোধ চলে আসছিল। আজ ভোরে পেঁয়াজক্ষেত নিড়ানো নিয়ে আফসার উদ্দিন সমর্থক আবুল হোসেন ও গিয়াসউদ্দিন সমর্থক তুহিন মাতুব্বরের মধ্যে বাকবিতণ্ডা বাধে। এ সময় তাদের মাঝে হাতাহাতিও হয়। এর জের ধরে সকাল সাড়ে সাতটার দিকে দুইপক্ষের প্রায় দুই শতাধিক সমর্থক দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে নারীসহ উভয় পক্ষের দশজন আহত হন। তিনটি বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে ববিতা বেগম, আবুল হোসেন, হান্নান সর্দার ও রইচ শেখকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। সালথা থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খান বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পুলিশ মোতায়েন করা হযেছে। রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App