×

বিনোদন

ভবিষ্যতে দৈহিক বিষয় নিয়েই বেশি সিনেমা হবে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০১৮, ০৬:৪৯ পিএম

ভবিষ্যতে দৈহিক বিষয় নিয়েই বেশি সিনেমা হবে

সিনেমা শিল্প ও সিনেমা হলের ব্যবসা ক্রমেই কঠিন পরীক্ষার মুখে পড়ছে। এ শিল্পের ভবিষ্যৎ নিয়ে সিনেমা সংশ্লিষ্টদের মধ্যে শঙ্কা তৈরি হয়েছে। আর এ বিষয়ে বলিউডের বাদশা শাহরুখ খানই সবার আগে মুখ খুললেন। ভারতের নয়া দিল্লিতে ইটি গ্লোবাল বিজনেস সামিটে এ শঙ্কার কথা বলেন তিনি।

শাহরুখ খান বলেন, ‘সিনেমার বিষয়বস্তুতে আমুল পরিবর্তন ঘটবে, দৈর্ঘ্য কমে আসবে, কোনো বিরতি থাকবে না। সামাজিক ও মনস্তাত্ত্বিক বিষয়ের পরিবর্তে দৈহিক ঘটনাবলী নিয়েই বেশিরভাগ সিনেমাগুলোর ঘটনা গড়ে উঠবে।’

চলতি বছরের শেষে শাহরুখ অভিনীত জিরো সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। এতে তিনি একজন বামুনের চরিত্রে অভিনয় করবেন। তার বিপরীতে নায়িকা থাকছেন আনুশকা এবং ক্যাটরিনা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App