×

জাতীয়

পেট্রোলিং বাড়লে অপরাধ কমবে : ডিএমপি কমিশনার

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০১৮, ০৭:০০ পিএম

পেট্রোলিং বাড়লে অপরাধ কমবে : ডিএমপি কমিশনার
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, পুলিশের পেট্রোলিং বাড়লে অপরাধ কমবে। পুলিশ শুধু মানুষের জানমালের নিরাপত্তাই দেয় না, বিনিয়োগের পরিবেশও সৃষ্টি করে। মঙ্গলবার বিকেলে ডিএমপি সদর দপ্তরের এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড কর্তৃক ডিএমপিকে গাড়ি হস্তান্তর অনুষ্ঠানে ডিএমপি কমিশনার বলেন, ‘বাংলাদেশের ব্যাংকিং খাতে ইসলামী ব্যাংক একটি গুরুত্বপূর্ণ ব্যাংক। পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে সরকার নানাবিধ উদ্যোগ নেওয়ার পাশাপাশি তা বাস্তবায়ন করছে। সেই সঙ্গে সামাজিক দায়বদ্ধতাকে মাথায় নিয়ে পুলিশকে সহায়তা করতে এগিয়ে আসছেন সমাজের বিশিষ্টজনরা।’ আছাদুজ্জামান মিয়া বলেন, ‘পুলিশের সেবার মান অনেক বৃদ্ধি পেয়েছে। এ গাড়ি আমাদের শ্রীবৃদ্ধির জন্য নয়, জনগণের স্বার্থে ব্যবহার করা হবে। একটি গাড়ির চেয়ে বড় কথা আমাদের একসঙ্গে কাজ করার আরো একটি দিক উন্মোচিত হলো।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App