×

জাতীয়

দেশের সব মানুষ এখন বিশ্ব নাগরিক: আবদুল মান্নান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০১৮, ০৬:৫৮ পিএম

দেশের সব মানুষ এখন বিশ্ব নাগরিক: আবদুল মান্নান

দেশের সব মানুষ এখন বিশ্ব নাগরিক বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান।

আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে রসায়ন বিভাগের আয়োজনে ও প্রশাসনের সহযোগিতায় শহীদ ড. শামসুজ্জোহা স্মারক বক্তৃতায় ইউজিসি চেয়ারম্যান এসব কথা বলেন।

ইউজিসি চেয়ারম্যান বলেন, স্বাধীনতার ৪৬ বছর পর বাংলাদেশের সার্বিক আর্থ-সামাজিক চিত্র পাল্টে গেছে ব্যাপকভাবে। একই সঙ্গে অন্যান্য দেশের মতো বাংলাদেশ প্রবেশ করেছে বিশ্বায়নের যুগে। এদেশের সব মানুষ এখন বিশ্ব নাগরিক হিসেবে পরিণত হয়েছে।

অধ্যাপক মান্নান বলেন, অন্যের মেধার সঙ্গে নিজের মেধাকে যোগ করে মিথষ্ক্রিয়ার মাধ্যমে ব্যক্তির মেধাকে সমষ্টির মেধায় রুপান্তর করতে হবে। নতুন প্রজন্মকে শুধু জ্ঞান আহরণ করলেই হবে না, জ্ঞানকে কাজে লাগানোর কলাকৌশল রপ্ত করতে শিখতে হবে।

জোহা স্মারক বক্তৃতায় বক্তারা ১৮ ফেব্রুয়ারিকে ‘জাতীয় শিক্ষক দিবস’ হিসেবে স্বীকৃতির দাবি জানান।

রসায়ন বিভাগের সভাপতি অধ্যাপক বেলায়েত হোসেন হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান, উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা প্রমুখ।

ঊনসত্তুরের গণঅভ্যুত্থানকালে ১৮ ফেব্রুয়ারি রাবির রসায়ন বিভাগের শিক্ষক ড. শামসুজ্জোহা প্রক্টরের দায়িত্ব পালনকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে পাকিস্তানি সেনাদের গুলিতে নিহত হন। তিনিই এদেশের প্রথম শহীদ বুদ্ধিজীবী। তার স্মরণেই রাবিতে ১৮ ফেব্রুয়ারি ‘শিক্ষক দিবস’ হিসেবে পালন করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App