×

আন্তর্জাতিক

মিয়ানমারের শান রাজ্যে বোমা হামলায় ২ জন নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০১৮, ০৩:৩০ পিএম

মিয়ানমারের শান রাজ্যে বোমা হামলায় ২ জন নিহত
মিয়ানমারের উত্তর-পূর্বাঞ্চলীয় শান রাজ্যে সিরিজ বোমা হামলায় দুইজন নিহত ও ২২ জন আহত হয়েছেন। চীন সীমান্তবর্তী রাজ্যটিতে গত পাঁচদিনে তিনবার বোমা হামলার ঘটনা ঘটেছে। জাতিগত কাচিন অধ্যুষিত শান রাজ্যে স্বাধীনতাকামী গেরিলারা সরকারি বাহিনীর সঙ্গে প্রায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। মিয়ানমারের এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন, সর্বশেষ বোমা হামলার ঘটনাটি ঘটেছে শান রাজ্যের প্রধান বাণিজ্যিক অঞ্চল মিজে শহরে। এটি চীন সংলগ্ন উত্তরপূর্ব সীমান্তে অবস্থিত। তবে ওই বোমা হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন শান রাজ্যের আঞ্চলিক সরকারের একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা। তুর্কী সংবাদ সংস্থা আনাদুলকে তিনি বলেন, এ হামলার দ্বারা ক্ষয়ক্ষতির পরিমাণ খুব বেশি নয়। এছাড়া এ হামলার সাথে আগের দুটি হামলার সংযোগ আছে কি না তা তদন্ত করে দেখা হচ্ছে। এ হামলার পেছনে জাতিগত বিদ্রোহী কোনো সংগঠন দায়ী বলেও মনে করেন তিনি। এদিকে এখন পর্যন্ত কোনও গোষ্ঠী এই তিনটি বোমা হামলার দায় স্বীকার করেনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App