×

খেলা

ভারতীয় বোর্ড আইসিসির অনুরোধ রাখলো না

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০১৮, ০৪:১৩ পিএম

ভারতীয় বোর্ড আইসিসির অনুরোধ রাখলো না
ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) রাখলো না আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) অনুরোধ। আইসিসি বিসিসিআইকে অনুরোধ করেছিল কলকাতায় আইপিএল-এর একটি ম্যাচের সময় পরিবর্তনের জন্য। । ২২ থেকে ২৬ এপ্রিল কলকাতায় বসছে আইসিসির বার্ষিক সাধারণ সভা। সেই সময় চলবে আইপিএলও। আর সে কারণেই আইসিসি চেয়েছিল সেই সময় যাতে সংস্থার সদস্যরা মাঠে গিয়ে ম্যাচ দেখতে পারে। সে কারণেই এই অনুরোধ করা হয়েছিল। কিন্তু তা মেনে নেয়নি বিসিসিআই। কিন্তু আইপিএল এর সিডিউল অনুযায়ী ওই সময় কলকাতার কোনও হোম ম্যাচ নেই। কলকাতা ১৬ এপ্রিল হোম ম্যাচ খেলার পর আবার খেলবে ৩ মে। ২২ থেকে ২৬ এপ্রিলের মধ্যে হায়দরাবাদ, মুম্বাই, ইন্দোর, বেঙ্গালুরু ও জয়পুরে খেলা হবে। বিসিসিআই এর একজন কর্মকর্তা জানিয়েছেন, আইসিসি চেয়েছিল সব সদস্যরা যাতে আইপিএল এর একটি ম্যাচ দেখতে পারেন। কিন্তু ওই সময় কোনও হোম ম্যাচ নেই কেকেআরের। ওই কর্মকর্তা জানিয়েছেন, আইপিএল-এর একটা ম্যাচের সময় এ দিন পরিবর্তন করতে গেলেই পুরো ফিক্সচারের উপর প্রভাব পড়বে। যে কারণে এই পরিবর্তন সম্ভব হয়নি না। এর মধ্যে এও খবর শোনা যাচ্ছে পিসিবির চেয়ারম্যান নাজম শেঠীর ভারতে এই মিটিংয়ে আসা নিয়ে। ভারত-পাকিস্তান সম্পর্কের ভিত্তিতেই ভিসা পাওয়া নিয়ে সমস্যা ছিল। তবে তিনি যদি ভিসা না পান তা হলে প্রশ্ন উঠে যাবে সেপ্টেম্বরে এশিয়া কাপে পাকিস্তান দলের আসা নিয়ে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App