×

খেলা

আবাহনীর কাছে ১১২ রানের বড় ব্যবধানে হারলো মোহামেডান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০১৮, ০৪:৫৭ পিএম

আবাহনীর কাছে ১১২ রানের বড় ব্যবধানে হারলো মোহামেডান
আবাহনীর কাছে ১১২ রানের বড় ব্যবধানে হারলো মোহামেডান স্পোর্টিং ক্লাব। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করা নাসির-মাশরাফিদের আবাহনী লিমিটেড ৪৯.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৫৯ রান করে। জবাবে খেলতে নেমে ৩০.৪ ওভারেই ১৪৬ রানে গুটিয়ে যায় শামসুর রহমানের নেতৃত্বে মোহামেডান। ২৬০ রানের লক্ষ্যে খেলতে নেমে মাশরাফি বিন মর্তুজা ও মেহেদি হাসান মিরাজদের বোলিং তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারায় মোহামেডান। দলের হয়ে সর্বোচ্চ ৪০ রান করেন ইরফান শুক্কুর। ৩৫ রান আসে ওপেনার রনি তালুকদারের ব্যাট থেকে। আর ২৮ রান করেন রকিবুল হাসান। দুর্দান্ত বল করে সাত ওভারে ৩৭ রানের বিনিময়ে সর্বোচ্চ ৩টি উইকেট তুলে নেন মাশরাফি। জাতীয় দলের স্পিনার মিরাজও সমান ৩ উইকেট লাভ করেন। এছাড়া ভারতের পেসার মানপ্রিত গনি ২টি উইকেট পান। এর আগে হাইভোল্টেজ ম্যাচে টসে হেরে ব্যাটিং পেয়ে অবশ্য বড় স্কোর গড়তে পারেনি আবাহনী। ষষ্ঠ রাউন্ডের ম্যাচটিতে ২ বল বাকি থাকতে ২৫৯ রানে থামে আবাহনীর ইনিংস। সর্বোচ্চ ৬৭ রান আসে অধিনায়ক নাসির হোসেনের ব্যাট থেকে। ওপেনার এনামুল হক বিজয় ৬৩ রানে আউট হন। ৩ রানের জন্য অর্ধশতক বঞ্চিত রানআউটের শিকার মোহাম্মদ মিঠুন। নাজমুল হোসেন শান্ত ও মাশরাফি বিন মর্তুজা দু’জনই ২৬ রান করেন। তিনটি উইকেট দখলে নেন মোহাম্মদ আজিম। একটি করে বিপুল শর্মা, শুভাশিষ রায়, কাজী অনিক, তাইজুল ইসলাম ও মোহাম্মদ এনামুল হক। এ নিয়ে টানা ছয় ম্যাচেই জয় পেল পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা আবাহনী। তবে তিন ম্যাচ জয়ের পর হার দেখলো মোহামেডান। ছয় ম্যাচে মোহামেডান জয় ও পরাজয় সমান তিনটি করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App