×

জাতীয়

বাউফলে স্বরাষ্ট্রমন্ত্রীর অনুষ্ঠানে সংঘর্ষ, আহত ১০

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০১৮, ০৭:৪৩ পিএম

বাউফলে স্বরাষ্ট্রমন্ত্রীর অনুষ্ঠানে সংঘর্ষ, আহত ১০
পটুয়াখালীর বাউফলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের এক অনুষ্ঠানে স্লোগান দেয়া নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে ১০ আওয়ামী লীগ নেতাকর্মী আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত ৬ জন চিকিৎসা নিতে হাসপাতালে ভর্তি রয়েছেন। রবিবার বেলা ১১টার দিকে নবনির্মিত বাউফল থানা ভবনের উদ্বোধন অনুষ্ঠানে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয় রিয়াজ, কবির, নাছির, কামাল, রাহাত ও আনিচ নামের ছয় নেতাকর্মী। সংঘর্ষের কারনে নির্ধারিত সময়ের প্রায় ৩০মিনিট পর অনুষ্ঠান শুরু হয়। জেলা পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল প্রধান অতিথি ছিলেন। নবনির্মিত থানা ভবন উদ্ধোধন উপলক্ষে অনুষ্ঠানে মোনাজাতের মধ্যে পৌর মেয়র জিয়াউল হক জুয়েলের সমর্থকরা শ্লোগান দিতে থাকলে জাতীয় সংসদের চিফ হুইপ ও সংসদ সদস্য আ স ম ফিরোজের সমর্থকরা তাদের স্লোগান বন্ধ করতে বলেন। এ নিয়ে উভয় গ্রুপের বাকবিতন্ডার এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এসময় দুই গ্রুপের মধ্যে চেয়ার ছোঁড়াছুড়ি ও ইটপাটকেল নিক্ষেপ শুরু হলে পুলিশ উভয় গ্রুপকে লঠিচার্জ করে সরিয়ে দেয়। সংঘর্ষের ঘটনায় বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, সিসিটিভি ফুটেজের মাধ্যমে বিশৃঙ্খলাকারীদের সনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসা হবে। সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদক নিয়ন্ত্রন একটি বড় চ্যালেঞ্জ। আইন শৃঙ্খলা বাহিনী ও জনগনের সহায়তা নিয়ে খুব দ্রুত মাদকের ভয়াবহ থেকে দেশ রক্ষা পাবে। আজ থেকে ১০ বছর আগে যে পুলিশ বাহিনি ছিল তা এখন নেই। বর্তমানে পুলিশ অনেক আধুনিক ও সমৃদ্ধ। জনগনের সেবার মান বাড়ানোর জন্য পুলিশের বিশেষ বিশেষ শাখা গঠিত হয়েছে। দেশে সার্বিক আইন শৃঙ্খলা এখন খুবই ভালো। অনুষ্ঠানে জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ, পুলিশের বরিশাল রেঞ্জের ডিআইজি মো. সফিকুল ইসলাম, বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) ডিজি মেজর জেনারেল আবুল হোসেন, জেলা প্রশাসক মো. মাছুমুর রহমান, পৌর মেয়র জিয়াউল হক জুয়েল, উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মজিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App