×

খেলা

বাংলাদেশ-শ্রীলঙ্কার বিপক্ষে নেই কোহলি-ধোনি

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০১৮, ০৬:৫১ পিএম

বাংলাদেশ-শ্রীলঙ্কার বিপক্ষে নেই কোহলি-ধোনি
দক্ষিণ আফ্রিকা সফরের শেষ ম্যাচটি খেলতে পারেননি পিঠের সমস্যায়। শ্রীলঙ্কা সফরে বিরাট কোহলি পাচ্ছেন বিশ্রাম। একই সঙ্গে বিশ্রাম পাচ্ছেন মহেন্দ্র সিং ধোনিও। বর্তমান ও সাবেক অধিনায়ককে ছাড়াই নিদাহাস ট্রফি খেলতে যাচ্ছে ভারত। বাংলাদেশ ও শ্রীলঙ্কাকে নিয়ে ত্রিদেশীয় এই সিরিজে ভারতের অধিনায়ক রোহিত শর্মা। দক্ষিণ আফ্রিকা সফরের শেষ টি-টোয়েন্টিতেও ভারতকে নেতৃত্ব দিয়েছেন রোহিত। মূল অধিনায়কের অনুপস্থিতিতে সব মিলিয়ে নানা সময়ে ৩ ওয়ানডে ও ৪টি টি-টোয়েন্টিতে ভারতকে নেতৃত্ব দিয়েছেন এই ওপেনার। শ্রীলঙ্কায় তার ডেপুটি থাকবেন আরেক ওপেনার শিখর ধাওয়ান। দক্ষিণ আফ্রিকা সফরে শেষ ম্যাচটি ছাড়া সব ম্যাচেই খেলেছেন কোহলি। পারফর্ম করেছে দুর্দান্ত। শারীরিক ও মানসিক শ্রান্তি থেকে দূরে রাখতেই তাকে দেওয়া হয়েছে বিশ্রাম। ধোনি বিশ্রাম চেয়েছেন নিজেই। এই দুজনের পাশাপাশি বিশ্রাম পেয়েছেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া, পেসার ভুবনেশ্বর কুমার ও জাসপ্রিত বুমরাহ এবং চায়নাম্যান বোলার কুলদীপ যাদব। দক্ষিণ আফ্রিকা সফরে তিন সংস্করণের সব ম্যাচই খেলেছেন পান্ডিয়া। কোহলির মত বুমরাহও খেলেননি স্রেফ শেষ টি-টোয়েন্টিতে। ভারতের পরের সিরিজের আগে অবশ্য সময় আছে বেশ। জুনে আফগানিস্তানের বিপক্ষে একটি টেস্টের পর জুলাইয়ে ইংল্যান্ড সফর। তবে এপ্রিল-মে মাসে আছে দীর্ঘ আইপিএল। সেটি মাথায় রেখেই বিশ্রাম দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের কয়েকজনকে। পাঁচ জনের বিশ্রামে দলে সুযোগ পেয়েছেন তরুণ উইকেটকিপার ব্যাটসম্যান রিশাভ পান্ত, পেসার মোহাম্মদ সিরাজ, অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর ও বিজয় শঙ্কর, ব্যাটসমান দিপক হুদা। ২০ বছর বয়সী পান্ত ভারতের হয়ে দুটি টি-টোয়েন্টি খেলেছেন। সম্প্রতি ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট সৈয়দ মুশতাক আলি ট্রফিতে ১৯৫.৭১ স্ট্রাইক রেটে ৪১১ রান করেছেন। এক ম্যাচে সেঞ্চুরি করেছিলেন ৩২ বলে, টি-টোয়েন্টির যা দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি। হুদা ও শঙ্কর বেশ কিছুদিন ধরেই ভারত ‘এ’ দলের নিয়মিত মুখ। পারফর্ম করছেন ঘরোয়া ক্রিকেটেও। দুজনই আগে ডাক পেয়েছেন জাতীয় দলে, তবে খেলার সুযোগ পাননি এখনও। সিরাজ ভারতের হয়ে খেলেছেন দুটি টি-টোয়েন্টি। সম্প্রতি ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্ট বিজয় হাজারে ট্রফিতে ৭ ম্যাচে ২৩ উইকেট নিয়েছেন তিনবার ৫ উইকেটসহ। ১৮ বছর বয়সী ওয়াশিংটন খেলেছেন ১টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি। নিদাহাস ট্রফি শুরু আগামী ৬ মার্চ। টি-টোয়েন্টির ভারত দল: রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, সুরেশ রায়না, মনিশ পান্ডে, দিনেশ কার্তিক, দিপক হুদা, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চেহেল, আকসার প্যাটেল, বিজয় শঙ্কর, শার্দুল ঠাকুর, জয়দেব উনাদকাট, মোহাম্মদ সিরাজ, রিশাভ পান্ত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App