×

আন্তর্জাতিক

বর্ণিল পরিবেশনায় নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে মহান একুশে উদযাপন

Icon

শামীম আহমেদ

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০১৮, ০৮:০৭ এএম

বর্ণিল পরিবেশনায় নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে মহান একুশে উদযাপন
বর্ণিল পরিবেশনায় নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে মহান একুশে উদযাপন
বর্ণিল পরিবেশনায় নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে মহান একুশে উদযাপন
বর্ণিল পরিবেশনায় নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে মহান একুশে উদযাপন
বর্ণিল পরিবেশনায় নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে মহান একুশে উদযাপন
৮টি জাতি গোষ্ঠীর সম্মিলিত বর্ণিল পরিবেশনার মধ্য দিয়ে মহান অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করলো নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অফিস। এ উপলক্ষ্যে ২৩ ফেব্রুয়ারী কনস্যুলেট অফিস মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল শামীম আহসান এনডিসির স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন আমন্ত্রিত অতিথিরা। পরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস শিরোনামে এক চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। আলোচনা পর্বে বক্তব্য রাখেন, আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী ফারুক খান, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন, অনুষ্ঠানের মূখ্য আলোচক সিল এর সাবেক নির্বাহী পরিচালক ফেড্রিক এ বসওয়েল, ইউএস ডিপার্টমেন্ট অব স্টেটের উত্তরাঞ্চলীয় পরিচালক মিস ব্রুক ই নোবেল, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, ভয়েস অব আমেরিকার সাবেক ব্রড কাস্টার এবং রিপোর্টার মিস জাকিয়া খান প্রমুখ। ফাহাদ রশীদের প্রাণবন্ত উপস্থাপনায় এরপর শুরু হয় সাংস্কৃতিক পরিবেশনা। প্রায় দুই ঘন্টার বেশী সময় ধরে চলা মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা মাতিয়ে রাখে দর্শকদের। প্রথমেই মঞ্চে আসেন নাইজেরিয়ার বাদক ও নৃত্য দল। এরপর একে একে মঞ্চে আসেন বুলগেরিয়া, কসভো, ভারত, মেক্সিকো, লিথুনিয়া, ফিলিপাইন, শ্রীলঙ্কা। সবশেষে আসেন বাংলাদেশের নৃত্য, সঙ্গীত ও আবৃত্তি শিল্পীরা। প্রতিটি দেশের শিল্পীরা তাদের দেশের আঞ্চলিক ভাষা ও সাংস্কৃতিক ঐতিহ্য, নাচে গানে কথায় তুলে ধরেন। বাংলাদেশ পর্বের পরিবেশনায় অংশ নেন বাফা, ‌'বিধির বাধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমন শক্তিমান' গানটির সঙ্গে নৃত্যে অংশ নেন সানজিদা ইসলাম ও নির্মা গোলদার। কনসুলেট অফিস ও বাংলাদেশ মিশনে কর্মরত শিল্পীরা কোরাস কন্ঠে অংশ নেন একুশের গান 'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী আমি কি ভুলিতে পারি' গানটিতে। নৃত্যনাট্য আমরা করবো জয় পরিবেশন করেন একদল শিশুশিল্পী। বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতনি অনিন্দিতা কাজী ও তার জীবনসঙ্গী আবৃতি করেন কবির মানবতা এবং সাম্যের দুটি কবিতা। অনুষ্ঠানে বিভিন্ন দেশের শতাধিক আমন্ত্রিত অতিথি ছাড়াও নিউইয়র্কে বসবাসরত কবি, শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক, লেখক, সংস্কৃতিকর্মী, ব্যবসায়ী, রাজনীবিদ, সমাজহর্মীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেন। সবেশেষে কনসাল জেনারেল শামীম আহসান অনুষ্ঠানে অংশগ্রহনকারী সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App